Breaking News
Home / Breaking News / কবি রাণু সরকার’ র কবিতা “শিউলি বৌ”

কবি রাণু সরকার’ র কবিতা “শিউলি বৌ”

শিউলি বৌ
রাণু সরকার

শিউলি বনে নূপুর পায়,
কার বধূ গো হেঁটে বেড়ায়,

তাকিয়ে দেখি ওই দূরেতে
কার যেন গো ডিঙা ঘাটে,
কী জানি কার ডিঙাখানি
যায় না যেনো চলে এখনি,

শিউলিমালা গাঁথে বসে,
হঠাৎ করে কী জানি তার মনে আসে,

মাঝিকে ডেকে দিলো সে বলে,
এখনি তুমি যেওনা যেন চলে,

শিউলি ফুলে দেখো সাজিয়ে
কেমন সুন্দর বেনি ঝুলিয়ে,

ইচ্ছে করে ছবি আঁকি হৃদয় মাঝে,
কেউ কোন দিন পাবেনা খুঁজে,

অনেক খুঁজে পেলাম তোমায়,
ওই পাহাড়ের ঝর্ণা তলায়,

কেনো চলে যাও মাদলের তালে,
পিছু নেয় যত হরিণের দলে,

মৃত প্রাণ বাঁচে তোমার চাউনিতে,
চোখ দুটি যেন ভাসে শিশির বিন্দুতে,

ওই দেখ চাঁদ কেঁদে উঠে শরতের মেঘ ঢাক দিলে,
আলতা পরা নুপুর পায় বধূ কি তুমি যাচ্ছো চলে?

শিউলি বৌ, ক্ষমা চাইছি আমায় তুমি মাফ করে দাও,
ও মাঝি ভাই, তাড়াতাড়ি ডিঙাটি থামাও।

শিউলি বৌ, যেওনা চলে,
মাথাটি আমার রাখবো কোথায়
দাঁড়াও দেখি রাখি তোমার
আলতা পরা নূপুর পায়।

Powered by themekiller.com