Breaking News
Home / Breaking News / শব্দনগরের পরিচালক পশ্চিমবঙ্গের কবি সোনালী আদক এর দুর্দান্ত কবিতা ” মায়ের চরণে প্রণাম”

শব্দনগরের পরিচালক পশ্চিমবঙ্গের কবি সোনালী আদক এর দুর্দান্ত কবিতা ” মায়ের চরণে প্রণাম”

মায়ের চরণে প্রণাম
সোনালী আদক
১৭/১০/২১

যে নদীর গভীরতা বেশি, তার স্রোত কম, ঠিক তেমনি,
মায়ের ভালোবাসারও গভীরতা বেশি,কিন্তু ক্ষোভ কম।।
কী আশ্চর্য ,মায়ের ভালোবাসায় ,তাই না,, কোনো ক্লান্তি থাকে না।
কী ভাবে এতো দায়িত্ব পালন করো মায়েরা, অপরিসীম তোমাদের কর্তব্য ,দায়িত্ব পালনের ক্ষমতা।
না পাওয়া,অভাব, দুখ্য কষ্টের মধ্যেও কেমন নিজেকে মানিয়ে নাও মা।
কোনো অভিযোগ, হতাশা,চিন্তার ছাপটুকুও নিজের মুখে ফুটে উঠতে দাও না, হাঁসি মুখে সব সয়ে নাও কিভাবে মা।
অভাবের তাড়নায় কিভাবে দিনের পর দিন না খেয়ে,কখনো বা শুধু জল খেয়েও দিন কাটিয়ে দাও।
এতো সহনশীলতা তোমাদের মধ্যে কিভাবে আসে মা,
মা হলেই যে তোমাদের সব সইতে হবে এমনটা তো নয়।
প্রতি দিন এতো পরিশ্রমের মধ্যেও সংসারের হালটা কেমন শক্ত হাতে ধরে রাখো।
সখ, আহ্লাদ, আনন্দ বর্জন করে সন্তানের ভবিষ্যতের আশায় বুক বেঁধে থাকো।
কোন ধাতু দিয়ে গড়া তোমরা ,আমাদের মতো তোমাদের রাগ থাকেনা কেনো,কেনো তোমাদের অভিযোগ থাকেনা,থাকেনা কোনো চাহিদা, অবহেলা,, কেনো মা, কেনো।।
আমরা বড়ো হয়ে কতোটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাই,,তাও তোমরা বার বার ক্ষমা করো , সব ভুলে আবার ভালোবাসো ,,তোমাদের ভালোবাসার ক্লান্তি নেই কেনো মা।।
কতো দুঃখ, কষ্ট সয়ে, পরীক্ষার সময়, অসুস্থতার সময় রাতের পর রাত জেগে,সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে কাটিয়ে দাও,,সেই সন্তান আমরা,, তোমাদের জন্য সামান্য কিছুই প্রতিদান হিসেবে ফিরিয়ে দিই না,,তোমাদের রোগ,কষ্টে,, দায় সারা গোছের,না করলে নয়, অথবা কখনো কখনো মুখ ঘুরিয়েও নিই,রাগ করি।
কই আমাদের উপর তো তখন তোমরা রাগ দেখাও না, পুরোনো দিনের কথা মনে করিয়েও দাও না,,
তোমাদের রাগের বহিঃপ্রকাশ নেই কেনো মা।
এক মা তার তিন- চার সন্তানকে সমান ভাবে ভালোবাসে,,
কিন্তু পরবর্তীকালে সেই সন্তানেরা মা’কে ভাগ করে,পালা করে,,
আজ এর বাড়ি তো, কাল ওর বাড়ি,,এক মাস এখানে তো দু’মাস ওখানে, এক বৃদ্ধ বয়স্ক মাকে দুমুঠো খাবারের জন্য এদিক ওদিক ঘুরতে হয়,,কই তোমার ভালোবাসার তো ভাগাভাগি থাকে না মা,
তোমাদের ভালোবাসার, ভাগাভাগির পরিধি ,থাকে না কেনো মা।।
নিজের মাকে হারিয়ে আজ বুঝতে পারছি মায়ের অভাব,, আজকের দিনে যেখানেই থাকি মাকে প্রনাম করতাম,তাই পৃথিবীর সকল মায়ের চরণে শতকোটি প্রণাম ও অফুরন্ত ভালোবাসা রইলো,,আপন মায়ের জন্য অশ্রু ভরা জলে আত্মার শান্তি কামনা করি।

Powered by themekiller.com