Breaking News
Home / Breaking News / দুজনের মৃত্যু বেদনাদায়ক, তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে : ইসিসচিব

দুজনের মৃত্যু বেদনাদায়ক, তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে : ইসিসচিব

অনলাইন নিউজঃ
সোমবার সারা দেশে একযোগে ১৬০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার। তবে নির্বাচনী সহিংসতায় কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় দুজনের মৃত্যুকে বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
ইসি সচিব বলেন, যেসব তথ্য পেয়েছি- আমরা মনে করি নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিছু প্রার্থী ও সমর্থক খুবই ইমোশনাল হয়ে যান, তাদের কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই গ্রুপের মধ্যে মহেশখালীতে সহিংসতা ঘটেছে ও কুতুবদিয়ায় দুষ্কৃতিকারীরা ব্যালট ছিনতাই করতে গিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রিসাইডিং অফিসারের নির্দেশে ব্যবস্থা নিয়েছে।
তিনি বলেন, এটা খুবই বেদনাদায়ক। নির্বাচনী সহিংসতায় মহেশখালী ও কুতুবদিয়ায় দুজন প্রাণহানি হয়েছে, আরও কয়েক জায়গায় প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় সংঘর্ষে আহত হয়েছেন। এ ছাড়া আর সব জায়গায় নির্বাচন সুষ্টুভাবে হয়েছে।

Powered by themekiller.com