Breaking News
Home / Breaking News / কবি মৃত্যুঞ্জয় সরকার’ এর কবিতা ” ক্যানভাসে বিদ্রোহ “

কবি মৃত্যুঞ্জয় সরকার’ এর কবিতা ” ক্যানভাসে বিদ্রোহ “

ক্যানভাসে বিদ্রোহ

মৃত্যুঞ্জয় সরকার

ইচ্ছে হলো রঙ তুলিতে আলতো একটু ছোঁয়া
কিছুটা মৌন কিছু বা ব্যক্ত আগ্রাসী কিছু কথা,
অনুভূতিগুলো হঠাৎ চুঁইয়ে চুঁইয়ে এলোমেলো ক্যানভাস
রংবাহারে কখনও রক্ত,ঘনকালো হিজিবিজি সন্ত্রাস।

কখনও বা জীর্ণশীর্ণ অভাবী অস্তাচল
ঢেউ খেলা কিছু নষ্টচন্দ্র ব্যভিচারী যৌবন স্পন্দন,
রক্তচক্ষে হুঁশিয়ারি দেওয়া সব হাতানোর দল
কখনও বা স্বপ্ন রঙীন ছেঁড়া পতাকায় ক্ষুধার্ত যৌবন।

ছেঁড়া ক্যানভাস জলপাই রঙে সূর্যে রাঙানো মন
রক্তে রক্তে জমাট বাঁধা প্রান্তিক গর্জন,
ভয়ে থরোথরো ফ্যাকাশে মুখের নির্লজ্জতার দৌড়
পিছে পিছে ছোটা জ্বলন্ত মশাল নবজীবনের মোড়।

হাওয়ার দাপটে ফাটা ক্যানভাস জংধরা স্লোগান
তুলির বিদ্রোহে বৈভবী মন ভেঙে খানখান,
মিছিলের ভিড়ে আগুন রাঙানো পতাকার ঝলকানি
দুর্বার স্রোতে গণ সঙ্গীতে সবুজতার জাগরণী।

Powered by themekiller.com