Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর “দেখা হলো বন্ধু আবার”

কবি সারমিন জাহান মিতুর “দেখা হলো বন্ধু আবার”

দেখা হলো বন্ধু আবার

সারমিন জাহান মিতু
০৪/৮/২০২১

একদিন এক কবিতা পাঠের আসরে দেখা হয়েছিল তোমার সঙ্গে,
যেনো এক স্বর্গ হতে নেমে এলো দেবরাজ।
আমি কবিতা পড়ার পড়ার ফাঁকে দেখছিলাম তোমাকে,
তারপর ধীরে ধীরে পরিচয়।
না ভালোবাসা বলছি না আমি,
না সাময়িক সস্তা দরের কোন মোহ স্রেফ সাধারণ একজন বন্ধু।
ভালোবাসা তো বুকের গভীর হতে উঠে আসা তোমাকে চাই ধ্বনি,
আজ বাজছে দূরের কোন পাহাড়ি গায়ে-
আমি বন্দী হয়ে আছি সে সুধায় শুদ্ধ হবো বলে।
তারপর বহুকাল গত হয়ে গেছে দেখা হয়নি হলুদ সর্ষে রঙের তুমি কেমন রোদে পোড়া মাটি রঙ হয়ে গেছো।
গতকাল ছিলো আমার প্রত্যাবর্তনের বিশাল আয়োজন সভা,
আমি নবাগত কবিদের মহা উৎসবে মেতেছিলাম।
হঠাৎ মঞ্চ থেকে একটু দূরে চোখ আটকে গেলো যেনো,
আমি ভুলে যাওয়া স্মৃতির পথ ঘুরে খুঁজে নিলাম তোমার মুখ।
কেমন অন্য রকম তুমি সাদা চুলের আড়ালে লুকিয়ে আছে ফেলে আসা যৌবন।
অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছি আমি,
মনের ভেতর কোথাও তোমার ঠাঁই ছিলো না কোন কালে,
আজও যেমন নেই।
কিন্তু ভালোবেসেছিলে তুমি আমি নিতে পারিনি,
ওটা আমার অপরাধ ছিলো না
কারণ আমার মন কোনদিন ভালোবাসেনি তোমায়।
ইচ্ছে ছিলো না তোমার সঙ্গে কথা হোক আবার,
পুরনো কোন ভ্রান্ত ধারণায় ভুল হোক তোমার আমি চাইনি সেটা সেটা।
তবুও মায়া হলো একটু যেনো,
ওটাকে করুণা কি’বা ভালোবাসা ভাবতে চাইনা আমি-
নিছক মানবতা বলতে পারো।
শুনেছি তুমি আজও একা রয়ে গেছো,
রোদে জলে ভিজে আমার অপেক্ষা করছো।
কিন্তু আমার বুকের ভেতর শুধু তার অনুরণন বাজে,
যে আমাকে ভালোবেসে আগলে রাখে ঝড়ের রাত।
যে আমাকে ভালোবেসে শাসন করে মধ্য রাতে,
যার বুকের ভেতর তুমুল বাজে আমার জন্য ভালোবাসার পদ্য গুলো।
তারই মাঝে এমন করে বাসতে ভালো ইচ্ছে করে।
তুমি না হয় ভুলে যেও ভুলের ছলে,
পুরনো সব ইতিকথার গল্প ভেবে।
তবুও তুমি ভালো থেকো –
সুখে থেকো,
অন্য কারো মনের ঘরে বসত গড়ো।

Powered by themekiller.com