Home / Breaking News / কবি মাহফুজা জান্নাত এর “কিসের আওয়াজ”

কবি মাহফুজা জান্নাত এর “কিসের আওয়াজ”

কিসের আওয়াজ

——————————মাহফুজা জান্নাত

হঠাৎ ঘুমটা ভেঙে গেল
বাকরুদ্ধ কন্ঠ আতঙ্কিত শরীরে ভীষণ ভয়
কি এক অদ্ভুত আওয়াজে বিভোর ঘুমে
কে যেনো এসে কানে কানে কয়,
মাহফুজা জান্নাত তুই কি জানিস!তুই নারী
নরকের বেশি অধিবাসী হবে নারীরা!
খবরদার কভু খারাপ পথে পা দিতে নয়!
ভালো হতে হয় ভালো হতে হয়!
হাতে চুরি ঠোঁটে রং মেখে উজ্জ্বল সেজে
গুটিকতক ছবি নিয়েছি আপলোড দেব বলে!
কিছুতেই দিতে পারলাম নাগো…
হাতে খুব টান পড়েছে বড্ড অভাব যাচ্ছে কষ্ট হয়ে পড়েছে চলা!
মুঠো ফোনটা নষ্ট হয়ে আছে নেওয়ার সাধ্য হচ্ছে না
ভাবলাম অবৈধ কিছু মুদ্রা আসুক আমার ঘরে,খানিকটা ধনী হয়ে যাই!
ঘুম হালকা ঘুম সবে মাত্র পেয়েছে
কে যেনো এসে কানে কানে কয়
মাহফুজা জান্নাত তুই কি জানিস,
নরকের বেশি অধিবাসী হবে ধনীরা!
খারাপ পথে পা দিতে নয়
হালকা শরীর আমার পেয়েছে ভীষণ ভয়!
এ কিসের আওয়াজ
পুরো শরীরটা ভয়কচিত,শিহরিত এখনও!

error: Content is protected !!

Powered by themekiller.com