Breaking News
Home / Breaking News / কবি- সারমিন জাহান মিতু’র “একটা নতুন তুমির অপেক্ষা”

কবি- সারমিন জাহান মিতু’র “একটা নতুন তুমির অপেক্ষা”

একটা নতুন তুমির অপেক্ষা

সারমিন জাহান মিতু

২/৮/২০২১

সম্পর্কটা ভেঙ্গে গেলে কেমন পর হয়ে যায় মানুষ,
দূরত্বের ব্যবধানে আবছায়া হয়ে আসে ভালোবাসার স্মৃতি গুলো।
হয়তো ধীরে ধীরে মুছে যায় অবাক চোখে তাকিয়ে দেখা প্রথম সেই দিন।
মন পোড়ে ক্ষণিকের তরে,
অনুভূতি গুলো বালি চাঁপা হয়ে পরে থাকে নিরুত্তাপ উদাসীনতায়।
তবুও ভালোবাসার দাবি নিয়ে

কেউ কেউ বড্ড একা রয়ে যায়,
মন পোড়া দাগ গুলো খুঁড়ে খুঁড়ে
খুব ক্লান্ত রণক্ষেত্রের শেষে —
আর একটা তুমির জন্য অপেক্ষা।
অপরাধ নিওনা আসলে বাঁচতে চাওয়া মানুষের মৌলিক অধিকার,
নগ্ন মন কতকাল এভাবে বেঁচে থাকবে বলো।
এসো নতুন করে বাঁচার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ি,
ঝলমলে এক ছোট্ট তারকা রশ্মি একটু তো আলো ছড়িয়ে যেতে পারি এ শতাব্দীর বুকে।
এসো ভালোবাসি তবে নতুন নামে,
হাওয়ার ফাগুন মিষ্টি ভোরে শিউরে উঠুক মন-
মন-মৌমাছি ছুঁয়ে যাক যেনো বসন্ত আগুন।
শরীর কথা না বলুক -থাকুক পৌরাণিক ব্যাখ্যাতীত,
নবযুগের দৃষ্টান্ত হোক মন।
তবুও ভালোবেসো জীবন একাকী বড়ো অসময়ে অসহায়।

Powered by themekiller.com