Breaking News
Home / Breaking News / কবি- গোবিন্দ মন্ডলের”সমাধির মাটিতে মা”

কবি- গোবিন্দ মন্ডলের”সমাধির মাটিতে মা”

কবিতা– সমাধির মাটিতে মা
কলমে–গোবিন্দ মন্ডল
তারিখ–27/07/2021

মা’গো তুমি আমায় ফেলে
কোথায় চলে গেছো,
আমার ডাকে দাও না সাড়া
বল কেমন আছো?

আকাশে ওই তারার মাঝে
খুঁজি তোমায় রোজ,
অনেক দিন পেরিয়ে গেছে
নেওনি তুমি খোঁজ।

বাঁশের পালকি চড়ে মা’গো
যেদিন চলে গেলে,
সেদিন হতে কেউ ডাকে না
আমায় খোকা বলে।

মায়া মমতা স্নেহের বাঁধন
সকল ছিঁড়ে গেলে,
আকুল হয়ে মরছি কেঁদে
তবু ফিরে না এলে।

রাতে আমার ঘুম আসে না
তোমার পরশ ছাড়া,
প্রাণটা কাঁদে আকুল হয়ে
তোমায় হয়ে হারা।

তপ্তদাহে তোমার পরশ
ছিল বৃক্ষের ছায়া,
তোমার আঁচল তলে ছিল
ভুবনের সব মায়া।

কতদিন মাস বছর মা’গো
পেরিয়ে গেছে হায়,
তোমার হাসি মুখটা আমি
দেখতে নাহি পাই।

তোমার বিরহে দু-চোখ জল
বুকে ব্যথার ঢেউ,
তোমার মতো মনের কথা
বোঝেনা আর কেউ।

বাঁচতে ইচ্ছে হয় না মা
সুখের এই ভবে,
জানিনা কবে তোমার কাছে
যাবার সময় হবে।

স্বার্থপর এই দুনিয়াতে
সবাই দিল ধোকা,
জানো না মা কি যন্ত্রনায়
আছে তোমার খোকা।

হৃদয় নদীর বাঁধ ভেঙে
অঝোর বৃষ্টি ঝরে,
দুঃখের আগুন তুষের মত
জ্বলে এই অন্তরে।

মা হারানোর বেদনা আমি
সইতে পারছি না,
বিধাতার নিষ্ঠুর বিচারে
পর হয়েছে মা।

সমাধির ওই মাটিতে মা
বিভোর ঘুমে আছে,
এ জীবনে বলবে না কেউ
আয়’রে সোনা কাছে।

Powered by themekiller.com