Breaking News
Home / Breaking News / কবি সোনালী আদক এর ” শব্দনগরের জয়গান”

কবি সোনালী আদক এর ” শব্দনগরের জয়গান”

শব্দনগরের জয়গান
৩০/৭/২১
সোনালী আদক

শব্দনগরবাসী হয়ে দেখো,
জীবনে কী মজা ভাই,
হয়নি শব্দনগরবাসী যারা,
আহা,কী বেচারী তাই।
মনের কথা প্রানের কথা,
মন যা চায় লিখে যাই,
চলবে কলম চলছে কলম,
এ জীবনে আর কী চাই।
যে যে খুশি যোগ দিতে পারে ,
বয়সের কোনোই সীমা নাই,
যতই লিখবে ততোই শিখবে,
জ্ঞানের সাহিত্যে পাবে ঠাঁই।
এমন মজার এমন খুশির
শব্দের ভান্ডার কোথা পাই,
পাশে আছি পাশে থাকবো,
শব্দনগরের জয়গান গাই।

(“শব্দনগরের জয়গান” একটু অন্যরকম চিন্তা ভাবনা করলাম, শব্দ নগরের জন্য একটি গান রচনা করলাম।)

Powered by themekiller.com