Home / Breaking News / কবি রিটন মোস্তাফীর ” রূপান্তর”

কবি রিটন মোস্তাফীর ” রূপান্তর”

রুপান্তর
_𝓻𝓲𝓽𝓸𝓷 𝓶𝓸𝓼𝓽𝓸𝓯𝓪

কি অদ্ভুত ভাবে পাল্টে যাচ্ছে দিন, মুহুর্ত
রাত সময় এবং আমাদের সামনে যাওয়া।
কি অপরিচিত হয়ে যাচ্ছে প্রকৃতি ও প্রেম
বুক চিড়ে জন্ম নেওয়া আত্মীয় এখন অচেনা
ধাপ পড়ে না পলক দুরত্বের পাশের বাড়িতে
অথচ বেল্ট বেঁধে ছুটছি লং ড্রাইভে, অচেনা গন্তব্যে।
পাল্টে যাচ্ছে চারপাশ, পাল্টে যাচ্ছে প্রকৃতি
পালটে যাচ্ছে সময়ে সাথে বুকের ভিতরের অনুভূতিরা।
এখানে ধাপে ধাপে যেমনটা আমরা সামনে ছুটেছি
ঠিক তেমনি ঘড়ির কাটার সাথে প্রয়জনে বদলে যাই
কখনও কারণে, কখনও অকারণে অভ্যাসের কারণে
আমরা স্থির থাকতে পারিনি বন্ধনে, হায়রে ছুটে চলা
হায়রে জীবন, প্রয়োজনে মনে রাখি, প্রয়োজনে ভুলি।
বুকের প্রকোষ্ঠে জন্ম নেওয়া কিছু চেনা মুখ থাকে
আজকাল এই বদলে যাওয়ার বদৌলতে ভুল করে
ভুলে যাই সেই মানুষটিকেও, যার স্থান পাশের বালিশে।
ইশ! কি অদ্ভুত ভাবে পাল্টে যাচ্ছি আমরা, ক্রমাগত
আদিম থেকে বর্তমান, এর পর ছুটছি ভবিষ্যতের পথে,
শিম্পাঞ্জি থেকে বিবর্তনে মানুষ,তারপর? তারপর কোন রুপান্তর?
হয়তোবা অনুভূতিহীন রবোট, হয়তোবা রসকষহীন অমানুষ।

error: Content is protected !!

Powered by themekiller.com