Breaking News
Home / Breaking News / কবিতাঃ দুঃখরা কাছে আসেনা

কবিতাঃ দুঃখরা কাছে আসেনা

কবিতাঃ দুঃখরা কাছে আসেনা
কলমেঃ সাংবাদিক এম. আর হারুন
——————————————
আমার একটা ঘর ছিলো
ব্যাঙ গুলো নেচে নেচে বেড়াতো,
ভাঙ্গা টিনের ফাঁক দিয়ে বৃষ্টির পানি গড়িয়ে পড়তো চৌকির বিছানায়।
সারা রাত আমি নির্ঘুম,
চোখে অনেক স্বপ্ন বাসা বেঁধে
ঈশারায় আমায় ডাকে,
আমার স্বপ্ন গুলো যেনো
মরীচিকার অভ্যান্তরে লুকিয়ে
আমাকেই হাতছানি দেয়।
আমার আশাহত দিন গুলো
দাবানলের মতো জ্বলছে,
চোখের গড়িয়ে পড়া বৃষ্টির জল
যেনো সামান্য অনুভব।
আমার বুকের ভিতর ব্যাথা হয়
অজানা পিপাসিত বেদনার,
কোনো ডাক্তার কবিরাজের ঔষধে
নিরাময় হবে না,
আমার বুকের বাম পাশে
মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়,
হারানো ব্যাথা বলে বজ্রপাত আঘাত করেনা,
আমার ভোর হয় ভেজা বিছানায় বসে
ছোট ছোট কেউটে সাপের দল আসে,
তেলাপোকা গুলো চৌকির ফাঁকে ফাঁকে আশ্রয় নেয়,
আমারতো আশ্রয় নেয়ার মতো
কারো বুক খালি নেই,
তাই আমি একাই নিভৃতে
বৃষ্টি আর চোখের জলে নিজেকে
মিলিয়ে নিলাম।
আমার ভাঙ্গা ঘরে স্বপ্নবিলাসীরা
এসে খেলা করতো,
মেঘ ফুরালে জোছনা দেখতাম,
জোনাকিরা উঁকি দিতো
মনে মনে তারা গুনতাম,
এখন আমার স্বপ্ন নেই,
স্বাদ নেই,
আহলাদ নেই,
কোনো অভিমানও নেই,
দুঃখরা দুখীর কাছে আসেনা,
তাদের চেয়ে বড় দুঃখ আমার তাই?

Powered by themekiller.com