Breaking News
Home / Breaking News / ” মন আমার”

” মন আমার”

মন আমার
সারমিন জাহান মিতু
২৭/৭/২০২১

নোনা ঢেউয়ে ভেসে যাওয়া মন,
আর কতদূরে যাবে বলো।
ফেরা-না ফেরার দেশে মহা দুর্যোগে
হবে কি পরিত্রাণ,
কে জানে -কে বলতে পারে।
সে পথের মাঝে হয়তো সুনামির মহাযজ্ঞ,
ধেয়ে আসবে পতনের ঘুটঘুটে অন্ধকার।
তুমি কুঁকড়ে যাবে শিয়ালের থাবায়,
যেনো এক সদ্য জীবন পাওয়া কোন জন্তু শিশু।
যে ঘর তোমার ছিলো,
আলোকিত সাজের কোন সন্ধ্যার চায়ের আড্ডা,
সেখানে এখন বারুদে পোড়া মনের গন্ধ।
যে তোমার প্রেম ছিলো,
সে এখন বোবাকান্নার না বলতে পারা ব্যথা।
কতো যুগ কেটে যায় এভাবেই,
কারো কারো বসন্ত মেলায় হঠাৎ বৈশাখী ভান-
তছনছ হয়ে পরে থাকে আহত স্বপ্ন গুলো।
কারো কারো শ্রাবণ মেঘে বৃষ্টিহীন পোড়া সূর্য দগ্ধ করে।
কিন্তু মন তোমার মুমূর্ষু মৃত্যুে শোক-তাপ খেয়ালিপনা,
ভেসে যাও আরও বহুদূর জরাজীর্ণ দেহকে দাও অবসান –যেনো চোখ না কাঁদে।

Powered by themekiller.com