Breaking News
Home / Breaking News / কচুয়াতে জমে উঠছে কোরবানির পশুর হাট

কচুয়াতে জমে উঠছে কোরবানির পশুর হাট

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। স্বাস্থ্যবিধির বালাই নেই ক্রেতা-বিক্রিতাদের মাঝে। বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার উপজেলার বিভিন্ন হাট-বাজারের মধ্যে যেমন: রহিমানগর বাজার, গুলবাহার,নিশ্চিন্তপুর, সাচার বাজারে যথেষ্ট ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীন বাজারে আসা লোকজন। বাজার কর্তৃপক্ষ বিনামূল্যে মাস্ক দিলেও অনেকই তা ব্যবহারে অনিহা প্রকাশ করছে। কেউ কেউ মাস্ক পকেটে, কেউবা মাস্ক হাতে নিয়ে বাজারে ঘুরাঘুরি করতে দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটে কোনো আইন শৃংখলা বাহিনীর তৎপরতা লক্ষ্য যায়নি। সরকারের পক্ষ থেকে বারবার স্বাস্থ্যবিধির কথা বলা হলেও ক্রেতা, বিক্রেতা কারোই এটিকে আমলে নিতে দেখা যায়নি। উপস্থিত শতশত লোকের মুখে ছিলোনা মাস্ক। কচুয়াতে এভাবে চলতে থাকলে করোনা আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে অনেকেই মনে করছেন। রহিমানগর বাজার হাটের ইজারাদারগন জানান, স্বাস্থ্যবিধি মেনে বাজার পরিচালনার চেষ্টা করছি, বাজারে গরুর আমদানি ভাল। যতই ঈদের দিন ঘনিয়ে আসবে, ক্রেতার সংখ্যা ততই বাড়বে বলে আশা করছেন তারা এবং আমাদের এই রহিমানগর বাজারের গরুর হাট ২১ জুলাই বুধবার পবিত্র ঈদুল আযহার দিন সকাল ১০ টা পর্যন্ত চলবে।

Powered by themekiller.com