Breaking News
Home / Breaking News / কবিতাঃ এই শহরে

কবিতাঃ এই শহরে

কবিতাঃ এই শহরে
কলমেঃ এম. আর হারুন
——————-
এই শহরের লালনীল বাতি গুলো
রাতের আঁধারে জ্বলজ্বল করে,
দিন শেষে অচেনা মানুষ গুলো
ধুলোমাখা রাস্তার পাশে ঘুমিয়ে পড়ে।

এই শহরে বড় বড় দালান কোঠা
ইট পাথরে গড়া ইমারত,
কাঁচের দেয়াল আকাশ ছুঁয়েছে
গরীব ধনীর নেই মতামত।

এই শহরে লক্ষ কোটি মানুষের ভীড়
কেউ চেনে কেউ চেনেনা,
যে যার মতো চলে অনবরত
কেউতো মানবতা খুঁজেনা।

এই শহরে আমার মত বোকা
আর হয়তো একটাও নেই,
জীবন ভর টেনে হেঁচরে চলি
চাকুরী নামের সমান্তরালেই।

এই শহরে কত শত নারী পুরুষ
বিষন্নতায় ভুগছে অবহলোয়,
কেউ অফিসার কেউ মহাজন
কেউতো হেসে জ্বালায় পুড়ায়।
১২/০৭/২০২১

Powered by themekiller.com