Breaking News
Home / Breaking News / মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫০ বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিম।

মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫০ বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিম।

শ্যামল চন্দ্র দাস ঃ ১৯৫৬ সালের ৫ অক্টোবর প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও শিশু সংগঠক রোকনুজ্জামান খান দাদা ভাই এর নেতৃত্বে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা প্রতিষ্ঠিত হয়।
তারই ধারাবাহিকতায় শিশু অধিকার বাস্তবায়নের লক্ষ্যে মোঃ মাকসুদুল হক বাবলু ভাইয়ের উদ্যোগে ১৯৬৮ সালের ৫ নভেম্বর মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা প্রতিষ্ঠিত হয়। আগামী ৫ নভেম্বর মেলার ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী) উৎসব।
এ উৎসব বাস্তবায়নের লক্ষ্যে গত ২০ অক্টোবর মেলা মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন, মেলার সহ-সভাপতি ও উদ্যাপন কমিটির আহ্বায়ক মোঃ মিজানুর রহমান খান। এ সময় মেলার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু, সহ-সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভার প্যানেল মেয়র-২ কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, মতলব প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও দৈনিক চাঁদপুর প্রবাহের নিজস্ব প্রতিবেদক গোলাম হায়দার মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইলশেপাড়ের মতলব দক্ষিণ ব্যুরো ইনচার্জ মাহফুজ মল্লিক, প্রচার সম্পাদক ও দৈনিক চাঁদপুর সংবাদের মতলব দক্ষিণ ব্যুরো ইনচার্জ জাহাঙ্গীর আলম প্রধান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মেলার সহ-সভাপতি জাকির হোসেন, নির্বাহী কমিটির সদস্য দ্বিজেন দাস, ফারুক বিন জামান, এসএম সেলিম, আজিজ বাবুল, উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ জাকির হোসেন, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম, সহ-সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মোল্লা, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহফুজ সরকার, উপাদী দক্ষিণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ন রাজাসহ মেলার কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ৫ নভেম্বর মেলার ৫০ বছর পূর্তি উপলক্ষে সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

Powered by themekiller.com