Breaking News
Home / Breaking News / রূপগঞ্জ ট্রাজেডি : সজিব গ্রুপের চেয়ারম্যান-এমডি ৪ দিনের রিমান্ডে

রূপগঞ্জ ট্রাজেডি : সজিব গ্রুপের চেয়ারম্যান-এমডি ৪ দিনের রিমান্ডে

অনলাইন নিউজঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় মালিকসহ আটজনকে গ্রেপ্তারের পরে ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। পরে সেখানে তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খানমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। অগ্নিকাণ্ডের ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা রূপগঞ্জ থানার পরিদর্শক হুমায়ুন কবির জানান, হত্যা ও হত্যার অভিযোগে ৩০২, ৩২৬, ৩২৫, ৩২৩, ৩২৪, ৩০৭ ধারায় আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে। গ্রেপ্তার আটজন হলেন সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেম (৭০), তার ছেলে হাসীব বিন হাসেম ওরফে সজীব (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), তাওসীব ইব্রাহীম (৩৩), তানজীম ইব্রাহীম (২১), শাহান শান আজাদ (৪৩), মামুনুর রশিদ (৫৩) ও মো. সালাউদ্দিন (৩০)।

Powered by themekiller.com