Breaking News
Home / Breaking News / নিঃশব্দের অপূর্ণতায়

নিঃশব্দের অপূর্ণতায়

নিঃশব্দের অপূর্ণতায়
দেওয়ান মাসুদ রহমান
—————–
একটি জীবন অনায়াসে কাটিয়ে দেয়া যায় নিজের সাথেই বন্ধুত্ব করে
একটি রাত কাটিয়ে দেয়া যায় সহস্র সুন্দরের খোঁজে একা জেগে থেকে
নক্ষত্রের মতো নির্ভীক আলো ঢেলে এভাবে অজস্র রাত-
শয়ান চোখ বুজা যায় প্রত্যশার প্রত্যুষে;পাখিদের মতো,চলে যেতে হয় জেনে দূরের পথে।

একটি জীবন নিমগ্ন থাকা যায় নিজেকেই খোঁজ করে,
একটি জীবন কাটিয়ে দেয়া যায় নিজের সাথেই কথা বলে।

একটি জীবন অনেক হতাশার খাড়াই পাহাড়।
তার ভাঁজেই বেঁচে থাকা যায় খাঁজ কেটে
সাহসিক পা ফেলে,

একটি জীবন বন্য অরোন্য হতে পারে-
অদম্য মানুষই পারে পারমানবিক মনের শক্তি দিয়ে জয়ী হতে।

একটি জীবন শীতার্ত বুনো প্রান্তরের মতো
প্রতিকূল হয়,সংগ্রামে টিকে থাকে মানুষ
কুয়াশার বৃষ্টিতে খোলা আকাশের নীচে খরকুটু গায়ে জড়িয়ে।

মানুষ প্রচন্ড শীতে অবহেলায় প্রতিরোধী হয়ে ওঠে-
ক্যাপরা হিরকাসের মতো,

একটি জীবন কাটিয়ে দেয়া যায়
অবহেলায়,উপেক্ষায়,অনাদর বুজতে পারার বিষাদে-

একটি জীবন কাটিয়ে দেয়া যায় ভালোবাসায়;
একটি ব্যাক্তিগত জীবন মানুষ একা কাটিয়ে দিতে পারে
নিঃসঙ্গতায়, নিঃশব্দের অপূর্ণতায়।

Powered by themekiller.com