Breaking News
Home / Breaking News / ফলোআপ কচুয়ায় পনশাহীতে মারধরের ঘটনায় দু”পক্ষের অভিযোগে পুলিশের পরিদর্শন

ফলোআপ কচুয়ায় পনশাহীতে মারধরের ঘটনায় দু”পক্ষের অভিযোগে পুলিশের পরিদর্শন

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের পনশাহী গ্রামের মৃত হাজী বুজরত আলী গং ও আরিফ হোসেন গং সম্পত্তিগত বিরোধে মারধরের ঘটনায় কচুয়া থানায় উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২৫) জুন জুম্মার নামাজের পূর্বে এসআই আব্দুস ছাত্তার সঙ্গীয় ফোর্স নিয়ে সরজমিন পরিদর্শন করেন। পুলিশের উপস্থিতিতে আবারো উভয় পক্ষ বাক-বিতন্ডায় জড়িয়ে পড়লে পুলিশ ও স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। এ সময় এলাকার উল্লেখ জনক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বুধবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে আরিফ হোসেন গং বিরোধকৃত বসত বাড়ির সিমানায় বেড়ী দেয়ার চেষ্টা করলে হাজী বুজরত আলী গং বাঁধা দিতে আসলে উভয় পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। মারধরে উভয় পক্ষের অন্তত ৭/৮ জন আহত হয়। এতে আরিফ হোসেন গংদের রক্তাক্ত আহত ওমর ফারুক (২৬), গুরতর আহত কামরুল ইসলাম (২৪) ও বুজরত আলী গংদের মধ্যে ফয়সাল হোসেন (২৫) এবং রাসেল (২৪) কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। ঘটনার একই দিন মৃত হাজী বুজরত আলীর বড় পুত্র আলহাজ্ব হুমায়ন কবির হাবিব বাদী হয়ে ৪ জনকে বিবাদী করে এবং শরিয়ত উল্লাহর পুত্র কামরুল ইসলাম বাদী হয়ে ৯ জনকে বিবাদী করে তারা উভয় কচুয়া খানায় অভিযোগ দায়ের করে।
এসআই আব্দুস চাত্তার বিষয়টি নিশ্চিত করেন এবং এ নিয়ে আগামী (৩ জুলাই) শনিবার বিকেল ৪ টায় কচুয়া থানার গোল ঘরে আলোচনা বসার সিদ্ধান্ত হয়।

Powered by themekiller.com