Breaking News
Home / Breaking News / কচুয়ায় রহিমানগর বাজারের অলিগলির বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

কচুয়ায় রহিমানগর বাজারের অলিগলির বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
কচুয়া উপজেলার অন্যতম ব্যবসার প্রানকেন্দ্র রহিমানগর বাজারের অলিগলির বেহাল দশায় জনদুর্ভোগ চরমে। একটু বৃষ্টি হলেই আলিফ মেডিকেলের সামনে উত্তর পাশে বাজার প্রবেশে হাইস্কুল জামে মসজিদ থেকে আল-আরাফাহ ইসলামি ব্যাংক সংলগ্ন ব্রীজ পর্যন্ত, শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের সামনের গলি ও বেসিক এইড এন্ড ডায়াগনস্টিক হাসপাতালের পশ্চিম পাশের গলি বহু পূর্বে নামমাত্র পাকা নির্মান ভেঙ্গে গর্তের পরিনতিতে পানি জমে গলি গুলো কাদায় একাকার হয়ে ছোট ছোট যানবাহসহ মানুষ চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেখার যেনো কেউ নেই। এছাড়াও কলেজ গেইট বাসষ্টেশনের দক্ষিণ দিকে সড়কের পূর্ব পাশে পানি জমে কায়দায় আবর্জানায় জনদুর্ভোগ চরমে। অতিব জরুরী বাজারের অলিগলি গুলো সংস্কারের মধ্যে নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছে ভুক্তভোগী জনসাধারন।

Powered by themekiller.com