Breaking News
Home / Breaking News / হে নেতা জনপথে দিয়েছো শান্তির বাতাস

হে নেতা জনপথে দিয়েছো শান্তির বাতাস

হে নেতা জনপথে দিয়েছো শান্তির বাতাস

(উৎসর্গ- ফারুক আহামেদ চৌধুরী)

নিপুন জাকারিয়া:–

সাহসী পদচারণ, কঠোর সিদ্ধান্ত, রাজপথে বিচলণ
তুমি করতে পার তাই,
এ জনপদ তোমার কাছে নিরাপদ।

রাজনীতিতে বলিষ্ঠ, নেতা তৈরির দক্ষ কারিগর,
তুমি হতে পেরেছো তাই,
এ জনপদের পক্ষ থেকে, তোমায় সালাম জানাই।

বিচার- বিচক্ষণ, সমস্যা- সমাধান,
তুমি করে দেখিয়েছো তাই,
তুমি হতে পেরেছো, ২৬ লক্ষ জনতার অভিবাবক।

তৃনমুলে নির্যাতিত, নিপেড়িত, অবহেলিত কর্মীরা , দিশাহারা হয়ে তোমার কাছে আসে,
আলোর সু-বাতাস পাই,
তাই তুমি তৃনমুলের বাতাসেও হয়েছো আপনজন।

এ জেলার খেটে খাওয়া মানুষ, দলীয় -নির্দলীয়
তোমার কাছে সম-অধিকার পাই,
হাত পেতে ফিরে নাহি যাই,
তাই তো তুমি হতে পেরেছো, মেহনতী মানুষের লোক।

সরকারী-বেসরকারী , রাজনৈতিক ও অরাজনৈতিক যখন হয়েছে, জেলায় বড় কোন সমস্যা,
সমাধানে সব কিছুতে মানে হার,
তখন তুমি বর্জকন্ঠে সত্যের পথে, করো সমাধান,
তাই তুমি বর্জকন্ঠী পষ্ট বাসী বলে আপামর লোক।

আওয়ামী লীগের প্রতিটি পরিবার,
যে কোন সংকটে,
তোমার সিদ্ধান্তের দিকে চেয়ে থাকে,
তোমার সিদ্ধান্তকে নিরাপদ ভাবে,
তাই তুমি তৃনমুলে সিংহ পুরুষ,
মানবিক অসাধারন সাধারন সম্পাদক।

সকল উপজেলায় সম-উন্নয়নে বন্টনে,
তুমি করোনা কোন হেলা,
উন্নয়নের স্বার্থে, মান না কোন বাধাঁ,
সব কিছুকেই, সাহসীকতা সাথে করো সমাধান,
জনতার হৃদয় করেছো জয়,
তাই জেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে,
বিপুল ভোটে তোমাকে বানিয়েছে,
ভয়কে করে জয়।

নিতী আর্দশে তুমি সত্যই অনন্য,
তাই জামালপুর প্রেসক্লাব
তোমার মতো সদস্য পেয়ে ধন্য।

(হে নেতা জম্মদিনে দেওয়ার কিছু নাই, নগন্য শৈল্পিক সত্যটা তুলে ধরলাম তাই)

Powered by themekiller.com