Breaking News
Home / Breaking News / মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধ সংস্কার দাবিতে মানববন্ধন

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধ সংস্কার দাবিতে মানববন্ধন

ফারুক হোসেন ::
দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁদপুরে মতলবের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়ীবাঁধ
সংস্কার দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন।
১৫ মে (শনিবার) উপজেলার ফরাজি কান্দি জনতা বাজার এলাকায়
১৫ টি সামাজিক ও পেশাজীবী সংগঠন এ কর্মসূচী পালন করে।
জানা যায় গত বর্ষার মৌসুমী মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের জনতা বাজার এলাকায় মূল বাঁধভেঙ্গে যায়।

ওই ভাংগনঅংশ স্হানটি স্থায়ী ভাবে সংস্কার ব্যবস্থা না করায় ঝুঁকিতে রয়েছে প্রকল্পটি । এছাড়াও সেচ প্রকল্পের সিপাইকান্দি, হাপানিয়া, মোহনপুর, দশানি অঞ্চলে সহ বাঁধের বিভিন্ন স্হানে ছোট-খাটো ভাঙ্গন রয়েছে।
এদিকে বাঁদ সংস্কার না করায় বাইরে বন্যার পানি বৃদ্ধিতে হলে যে কোনো সময় বাঁধ ভেঙে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধটির দৈর্ঘ্য প্রায় ৬৩ কিলোমিটার। এ বাঁধটি জনসাধারণের যেমন যাতায়াতে তেমনি বসবাসযোগ্য এলাকার জন্য বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করছে।
বেড়ীবাঁদ টেকসই বা স্থায়ী সংস্কার
জরুরী প্রয়োজন দাবীতে এ কর্মসূচী পালন করে । মানববন্ধনে মতলববাসী সংগঠনের সহ-সভাপতি এডভোকেট শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং মুইয়্যা ও ফ্রেন্ডস ফোরাম’৯৮এর সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আরিফ হোসেন খান এর সঞ্চালনায় বক্তব্য রাখনে মুইয়্যার সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এনামূল হক খান সুমন, ঢকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাহমুদুল হাসান কাফি, সাংবাদিক শামসুজ্জামান ডলার, কামরুজ্জামান হারুন, দুরন্ত ৯৭ যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান পাভেল, ফ্রেন্ডস ফোরাম ৯৮ এর সভাপতি গাজী গোলাম মোস্তফা সুমন, সাদাকালো সংগঠনের সভাপতি সোহেল সরকার, ব্যাচ এসএসসি ১৯৯৯ এর আবুল কালাম, ফরাজীকান্দি ইউপি প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন, শফিকুল ইসলাম পাটোয়ারী, স্বপ্নযাত্রা ফাউন্ডেশন ২০০০ এর গাজী নাজমুল হক, এসএসসি ব্যাচ ২০০২ এর মনির হোসেন, ২০০৬ ব্যাচ গাজী নিয়াজ মোর্শেদ ছোটন, এসএসসি ব্যাচ ২০০৯ এর ইকবাল হোসেন তপাদার, গ্রীনক্লাব চান্দ্রাকান্দি এর সহ-সভাপতি কবির হোসেন, আলোরসন্ধানে যুবসংঘ যুগ্ম আহবায়ক ডা. নূরে আলম প্রমূখ।

Powered by themekiller.com