Breaking News
Home / Breaking News / বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ ইউপি সদস্য আটক

বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ ইউপি সদস্য আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ মোমিনুর রহমান (৩৬) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয়। সে পুটখালী ইউনিয়নের শিবনাথপুর বারপোতা গ্রামের ইউপি সদস্য। তার পিতার নাম সাইদুর রহমান।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র খুলনা-২১ ব্যাটালিয়ানের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু সরকার জানান, বিজিবির একটি টহল দল ট্যাংকির মোড় থেকে ৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি পালসার মোটরসাইকেলসহ মোমিনুর রহমান কে আটক করেন।
আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে ইউপি সদস্য পরিচয় দেন। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি আরও জানায় এর আগেও সে ফেনসিডিলসহ আটক হয়েছিল #

Powered by themekiller.com