Breaking News
Home / Breaking News / লক্ষ্মীপুরে প্রতিমা বিসর্জন

লক্ষ্মীপুরে প্রতিমা বিসর্জন

মোহাম্মদ ইয়াছিনঃ
লক্ষ্মীপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচদিনব্যাপী প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটছে।
শুক্রবার বিকেল থেকে রহমতখালি নদীর শাখারী পাড়া এলাকার মহা শসান ঘাট ও মাদাম ব্রীজের পাশে বিসর্জন অনুষ্ঠিত হয়।
শহরের শ্যাম সুন্দর জিউ আখড়া, আনন্দময়ী কালী বাড়ী, সমসেরাবাদ মনষা বাড়ী, শাখারী পাড়া বড়বাড়ী, ত্রিনয়নী মন্দিরের প্রতিমা বিকেলে বিসর্জন করা হয়।
এর আগে নারীরা দেবী দুর্গার সিঁথিতে সিঁদুর পরান এবং মিষ্টি মুখ করান। পরে তারা একে অপরের সিঁথিতে সিঁদুর বিনিময় করেন। এরপর বিভিন্ন পূজা মন্ডপ থেকে ট্রাকে করে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় যোগ দেন হাজার হাজার নারী পুরুষসহ শিশু কিশোররা।
পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরে এবার ৭৮ টি মন্ডপে শারদীয়া দুর্গা পূজা অনুষ্ঠিত হয়।

Powered by themekiller.com