Breaking News
Home / Breaking News / মতলব উওরে উপজেলা নির্বাহী অফিসার ১৮ রাউন্ড গুলির বিনিময় প্রানে রক্ষা।। আহত ১

মতলব উওরে উপজেলা নির্বাহী অফিসার ১৮ রাউন্ড গুলির বিনিময় প্রানে রক্ষা।। আহত ১

এইচ এম ফারুক :
মতলব উওর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ১৮ রাউন্ড রাবার বুলেটের বিনিময়ে প্রানে রক্ষা পায়। ১৬ অক্টোবর সন্দায় উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদীতে মা ইলিশ মাছ রক্ষা অভিজানে সময় স্হানীয় জেলেরা দেশিয় অস্ত্র দিয়ে নির্বাহী অফিসার শারমিন আক্তার উপর হামলা চালালে নির্বাহী ম্যাজিস্ট্রেট হুকুম মতে পুলিশ ১৮ রাউন্ড রাবাট বুলেট ছুঁড়ে।
এসময় জেলেদের হামলা এক মৎস অফিসার আহত হয়। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এ হামলার সততা নিশ্চিত করেন।
বিভিন্ন সূএে জানা যায়, ৭ অক্টোবর থেকে নদীতে মা ইলিশ মাছ ধরা সরকারি ভাবে বন্ধ থাকলে মতলবের ষাটনল, বাদুরপুর, সটাকি, বাবুবাজার, একলাসপুর, আমিরাবাজ এলাকায় সন্দায় এবং সকাল ৬ – ৭ টায় মধ্যে স্হানীয় জেলেরা গ্রামে মা ইলিশ মাছ বিক্রয় করার অভিযোগ পাওয়া যায়।

Powered by themekiller.com