Breaking News
Home / Breaking News / মতলব উওরে ৯ দিনে ইলিশ রক্ষা অভিযানে ৯ জনকে বিভিন্ন মেয়দে সাজা

মতলব উওরে ৯ দিনে ইলিশ রক্ষা অভিযানে ৯ জনকে বিভিন্ন মেয়দে সাজা

এইচ এম ফারুক, মতলব উওর :
মতলব উওরে ইলিশ রক্ষা ৭ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে ।
সাজা প্রাপ্ত হলেন
১ মো: মনির হোসেন (৩০), পিতা- শহীদ উল্যাহ বকাউল, গ্রাম- সাড়ে পাঁচানী। ২ আলআমিন (২৮), পিতা- আক্তার হোসেন, গ্রাম- বড় হলদিয়া । ৩ মোঃ সোহেল রানা (২৭), পিতা- আলমগীর বেপারী, গ্রাম- দক্ষিণ নেদামদী, মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(২খ) ধারায় পনের দিনের বিনাশ্রম কারাদন্ড।
৪ আঃ কাদির (৪৫), পিতামৃত- সামছুল মিজি, গ্রাম- লক্ষীরচর মিজিকান্দি, মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(২খ) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড। ৫ মো: চুন্নু গাজী, পিতা : কালা মিয়া গাজী, বয়স: ৫৫ বছর , গ্রাম: মোহাম্মদপুর, এক বছর বিনাশ্রম কারাদন্ড । ৬ সোনাতন চন্দ্র বর্মন, পিতা : ভারতী চন্দ্র বর্মন, বয়স : ২৭ বছর , গ্রাম: এখলাছপুর এক বছর বিনাশ্রম কারাদন্ড,। ৭ নিমাই চন্দ্র বর্মন(২৩), পিতা : নির্মাল চন্দ্র বর্মন, বয়স : ২৩ বছর , সাং- ষাটনল (বর্মন পাড়া),সর্ব উপজেলা মতলব উওর এক মাস বিনাশ্রম কারাদন্ড,
৮ মো: মনির ৩৮ , পিতা: আমির হোসেন ঢালী, গ্রাম: ঢালীকান্দি, চাঁদপুর সদর, এক বছর বিনাশ্রম কারাদন্ড ৯ মো: মানিক পিতা: আজিজুল হক, গ্রাম: বকাউলকান্দি, চাঁদপুর সদর, এক বছর বিনাশ্রম কারাদন্ড।

Powered by themekiller.com