Breaking News
Home / Breaking News / ‘হলুদ সাংবাদিকতা’ এবং ‘দালাল গণমাধ্যম’ বর্জনের ডাক ভিপি নুরের

‘হলুদ সাংবাদিকতা’ এবং ‘দালাল গণমাধ্যম’ বর্জনের ডাক ভিপি নুরের

বিশেষ প্রতিনিধিঃ
৭১ টিভি সহ ‘হলুদ সাংবাদিকতা’ এবং ‘দালাল গণমাধ্যম’ বর্জনের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই আহবান জানান নুরুল হক নুর। তিনি বলেন, “বিভিন্ন সময়ে ৭১ টিভির পক্ষপাতমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে। তাই ৭১ টিভিতে কথা বলার ইচ্ছে ও রুচি নেই।” অন্য এক স্ট্যাটাসে ভিপি নুর বলেন, “৭১ টিভি কর্তৃপক্ষের কাছে সবিনয়ে জানতে চাই, আপনারা যেভাবে সংবাদ উপস্থাপন করেন এগুলো কি সাংবাদিকতা বা গণমাধ্যমের নীতিমালায় পড়ে? এগুলো কোন গণমাধ্যমের কাজ?” তিনি তার সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী, সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “সকল ধরণের হলুদ সাংবাদিকতা এবং দালাল গণমাধ্যম বর্জন করুন।” সেই সাথে তিনি আর ৭১ টিভি দেখবেননা বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Powered by themekiller.com