Breaking News
Home / Breaking News / চাঁদপুরের মোলহেড হকারদের দখলে

চাঁদপুরের মোলহেড হকারদের দখলে

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের অন্যতম পর্যটনকেন্দ্র বড়স্টেশন মোলহেড। চাঁদপুরসহ আশপাশের জেলার ভ্রমণপিপাসু মানুষ নিরিবিলি পরিবেশে পরিবার-পরিজন নিয়ে একান্ত কিছু সময় কাটাতে এখানে আসেন। পদ্মা, মেঘনা, ডাকাতিয়া এই তিন নদীর সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে মানুষ। কিন্তু শহরের এই একমাত্র পর্যটনকেন্দ্রটি আবারো অস্থায়ী কিছু ভ্রাম্যমাণ দোকান আর হকাররা দখল করে নিয়েছে। এতে বিড়ম্বনায় পড়ছেন ঘুরতে আসা দর্শনার্থীরা।
বৃহস্পতিবার বড়স্টেশন মোলহেডে দেখা যায়, প্রবেশ পথ থেকে শুরু বিশাল একটি অংশজুড়ে চটপটি-ফুসকা, চায়ের দোকান, খেলনার দোকান ও ভ্যানগাড়ির হকাররা দখল করে রেখেছে। এমনকি দর্শনার্থীদের বসার স্থানও এখন হকারদের দখলে। এতে করে সাধারণ দর্শনার্থীদের বসা কিংবা হাঁটার জায়গাও থাকে না।

জানা যায়, ভ্রমণপিপাসু মানুষদের স্বাচ্ছন্দ্যে বিচরণ নিশ্চিত করতে এ বছরের প্রথম দিকে ডিসি মাজেদুর রহমান খানের নির্দেশে এডিসি (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এসে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে হঠাৎ করে বিশাল জায়গা জুড়ে একটি চক্র বড়স্টেশন দখল করে রেখেছে। পুনরায় হকারদের দখলকৃত জায়গা উচ্ছেদ করার জন্য আবেদন জনিয়েছেন পর্যটকরা।

এ বিষয়ে এডিসি (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, করোনাকালীন সময়েও ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য বড় স্টেশন মোলহেড উন্মুক্ত করে দেয়া হয়েছে। কিন্তু হকারদের অবস্থান নিয়ে বিশেষ কিছু বলা যাচ্ছে না। তারপরও পুনরায় উচ্ছেদ করে হকারদের নির্দিষ্ট স্থানে বসানো হবে।

Powered by themekiller.com