Breaking News
Home / Breaking News / মতলব নাউরী কলেজ এমপিওভুক্ত হওয়ায় মিলাদ ও দোয়া

মতলব নাউরী কলেজ এমপিওভুক্ত হওয়ায় মিলাদ ও দোয়া

ফারুক হোসেনঃ
চাঁদপুরের মতলব উত্তরের নাউরী আদর্শ ডিগ্রী কলেজ এমপিওভুক্ত হওয়ায় এবং কলেজের প্রধান ফটকের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল আমিন রুহুল।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার, এই সরকারের আমলে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করেছে এবং শিক্ষা প্রসারে এখন আমরা রোল মডেল।

তিনি আরো বলেন, উপজেলার সকল প্রাথমিক, হাই স্কুল ও মাদ্রাসার নতুন ভবন করা হবে।
নাউরী আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলা উদ্দিনের সভাপতিত্বে ও প্রভাষক মেহেদী মাসুদের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, শিক্ষানুরাগী গোলাম হোসেন, সাহাবুদ্দিন ভুইয়া, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্বাস উদ্দিন সিরাজ, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মনোয়ার হোসেন, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লা, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক শামসুজ্জামান ডলার, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম প্রমুখ।

Powered by themekiller.com