Breaking News
Home / Breaking News / সাকিবের অনুপস্থিতিতে অধিনায়ক মাহমুদউল্লাহ

সাকিবের অনুপস্থিতিতে অধিনায়ক মাহমুদউল্লাহ

অনলাইন ডেস্ক :আঙুলের ইনজুরির কারণে সাকিব আল হাসান না থাকায় জিম্বাবুয় ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশ টেস্ট এবং টি-টুয়েন্টি দলের নেতৃত্ব মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধেই ওঠার কথা ছিল। হচ্ছেও তাই। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক রিয়াদই নেতৃত্ব দেবেন।

বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, সাকিবের অনুপস্থিতিতে জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আঙুলের চোটে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের ফাইনাল না খেলেই দেশে ফিরে আসতে হয়েছিল সাকিবকে। ফিরেই হাসপাতালে ভর্তি হন ফোলা আঙুল নিয়ে। পরে দেখা যায় আঙুলে পুঁজ জমে গেছে। দেশে প্রাথমিক চিকিৎসা শেষে এখন অস্ট্রেলিয়াতে আছেন টেস্টও টি-টুয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক। সেখানে চিকিৎসা নিচ্ছেন আঙুল খেলার অবস্থায় ফিরিয়ে নিতে। মাঠে ফিরতে ২-৩ মাস সময় লাগবে তার।

মিরপুরে ২১ অক্টোবর হবে জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রামে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি। জিম্বাবুয়ে সিরিজের পরপরই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল
লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ রাব্বি, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

Powered by themekiller.com