Breaking News
Home / Breaking News / জামালপুরে মুক্তিযোদ্ধার বেদখলকৃত জমি উদ্ধার করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন

জামালপুরে মুক্তিযোদ্ধার বেদখলকৃত জমি উদ্ধার করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন

নিপুন জাকারিয়া :—

জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালী গ্রামের মুক্তিযোদ্ধা আয়েন উদ্দিনের পরিবারের জন্য ৩২ শতাংশ জমি বন্দোবস্ত দেয় জেলা প্রশাসন। স্থানীয় একটি প্রভাবশালী মহল ওই জমি জোরপূর্বক দখল করে রেখেছিল দীর্ঘদিন। গতকাল জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত জমি অবৈধ দখলকৃতদের কাছ থেকে উদ্ধার করে বীর মুক্তিযোদ্ধা আয়েন উদ্দিনকে বুঝিয়ে দেন। এ সময় তার সাথে ছিলেন সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, সদর উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজিব, ঘোড়াধাপ ইউপি চেয়ারম্যান দ্বীন আমিন, ঘোড়াধাপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, ঘোড়াধাপ ইউনিয়নের উপসহকারী ভূমি কমকর্তা বিজন কুমার দেব, সদর উপজেলা প্রশাসনের অফিস সহকারী মাহমুদুল হাসান সজিব প্রমুখ।

Powered by themekiller.com