Breaking News
Home / Breaking News / কচুয়ার রহিমানগরে সিসি ক্যামরায় চোর শনাক্তের পর পুলিশে সপদ্ধ

কচুয়ার রহিমানগরে সিসি ক্যামরায় চোর শনাক্তের পর পুলিশে সপদ্ধ

কচুয়া অফিস প্রধান/মফিজুল ইসলাম বাবুলঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার অন্যতম ব্যবসায়ীক প্রানকেন্দ্র রহিমানগর বাজারের মেহরাজ TVS মটর সাইকেল সু-রুমে চুরি করতে গিয়ে সিসি ক্যামরার ভিডিও ফুটেজে শনাক্ত করা হয়েছে চোরকে ।

প্রতিষ্ঠানের মালিক ইব্রাহীম জানান, তিনি প্রতিদিনের ন্যায় সোমবার ১৪ (সেপ্টেম্বর) রাত ৯ টায় সু-রুম বন্ধ করে বাড়িতে চলে যাবার পর ১১ টার দিকে চোর চাউনির টিন খুলে ভিতরে প্রবেশ করে কেস ভেঙ্গে নগদ ৩২ হাজার টাকা ও ১ টি মোবাইল সেট নিয়ে যায়। মঙ্গলবার সকালে সু-রুমে এসে দেখতে পাই এসব দৃশ্য এবং সিসি ক্যামরার ভিডিও ফুটেজে রহিমানগর বাজার সংলগ্ন উচিতগাবা গ্রামের কালাম হোসেনের ছেলে মিলনকে। পরিক্ষণে মিলনকে খুঁজে বের করে সু-রুমে আনা হলে স্থানীয় লোকজন সিসি ক্যামরার ফুটেজে মিলনকে শনাক্ত করে। এ প্রতিনিধির জিজ্ঞাসাবাদে মিলন প্রথমে অস্বীকার করলেও পরক্ষণে ঘটনার সত্যতা শিকারসহ তার সাথে জড়িত আরো দু”জনের নাম বলে। এর আগেও সু-রুমটির সাটারের তালা ভেঙ্গে ১০ লক্ষ টাকার চুরি সংঘটিত ঘটনা ঘটেছে বলে ইব্রাহীম জানিয়েছেন। মিলন ও তার শিকারোক্তি মোতাবেক এলাকার একাধিক মাদক মামলার আসামী ও শীর্ষ চোর গোহট গ্রামের পাঠা ছাত্তার বাড়ির মৃত আরোবালির ছেলে আবু তাহেরকে গ্রাম পুলিশ কর্তৃক ধরে আনে স্থানীয় ইউনিয়ন পরিষদে। পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্যদের জিজ্ঞাসাবাদে এ বাজার এলাকায় অহরহ চুরি ও মটর সাইকেল চিন্তাইকারীর সাথে জড়িত আরো ৮/১০ জন চিন্হিত চোরদের নাম আটককৃত মিলন প্রকাশ করে। পরে চেয়ারম্যান শাহরিয়া শাহিন কচুয়া থানা পুলিশকে খবর দিয়ে মিলন ও তাহেরকে সপদ্ধ করে।

Powered by themekiller.com