Breaking News
Home / Breaking News / জমে উঠেছে কচুয়ার বলরা গ্রামে ফুটবল টুর্নামেন্ট

জমে উঠেছে কচুয়ার বলরা গ্রামে ফুটবল টুর্নামেন্ট

কচুয়া অফিস প্রধান/মফিজুল ইসলাম বাবুলঃ
জমে উঠেছে কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের বলরা বন্ধন সমাজ কল্যাণ সংস্থা ক্লাবের আয়োজনে মাদক বিরোধী ২১ ইঞ্চি টিভি-কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০। প্রায় মাসব্যাপী খেলার মধ্য অবস্থানে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বহু দর্শক শ্রোতাদের উপভোগের মধ্যে প্রতিযোগিতায় অংশ নেয় এ ইউনিয়নের আলোকিত গোবিন্দপুর একাদশ ও হাজীগঞ্জ উপজেলার রান্ধনি মুড়া একাদশ। খেলার নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ট্রাইব্রেকারে বিজয় অর্জন করেন, আলোকিত গোবিন্দপুর একাদশ। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলকে পুরস্কার প্রদান করেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আমির হোসেন, আমন্ত্রিত অতিথি অলিউল্লাহ, সফিকুল ইসলাম চৌধুরী, শহিদুল ইসলাম খাজা ও গোলাম হোসেন গোলাপ। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, কড়ইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সুমন মিয়াজীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বিজয়ী আলোকিত গোবিন্দপুর একাদশ ক্লাবের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, আকবর হোসেন মিন্টু, হাসান পাটওয়ারী, সুজন মিয়াজী, শাওন পাটওয়ারী, তামিম হোসেন বাপ্পী, পলাশ ব্যাপারী, আব্দুর রহমান দুলাল, ইমাম হোসেন বাবু প্রমূখ।
উল্লেখ্য যে, গত ১ সেপ্টেম্বর খেলাটির শুভ উদ্বোধন করা হয়। খেলার আয়োজকরা জানান সোমবার ১৪ সেপ্টেম্বর টুর্নামেন্টটির সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে।

ছবিঃ বিজয়ী গুবিন্দপুর একাদশ কে পুরস্কার প্রধান করছেন, অতিথিবৃন্দ

Powered by themekiller.com