Breaking News
Home / Breaking News / জামালপুরে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘ইউজিবি’ ও জেলা আওয়ামী নবীন লীগ

জামালপুরে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘ইউজিবি’ ও জেলা আওয়ামী নবীন লীগ

নিপুনন জাকারিয়া :

এই সময়ে জামালপুরের বিভিন্ন এলাকা বন্যার পানিতে ভাসছে। করোনা এবং বন্যা এই দুই মিলে বন্যা কবলিত এলাকার মানুষের দুর্দশার শেষ নেই। ইউনাইটেড গ্রুপ অব বাংলাদেশ (ইউজিবি) ও বাংলাদেশ আওয়ামী নবীন লীগ জামালপুর জেলা শাখা যৌথ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে অসহায়দের পাশে দাঁড়িয়েছে। জামালপুরের ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে ইউজিবিকে সাহায্য করেছেন বাংলাদেশ আওয়ামী নবীন লীগ জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার বন্যাকবলিত ২০০ অসহায় পরিবারের মাঝে ত্রান সহায়তা দিয়েছে। প্রতি ত্রাণ প্যাকেটের মধ্যে চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, লবন, এবং ঈদ উপলক্ষে সেমাই ও চিনি দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী নবীন লীগের সভাপতি মোঃ সুজন মাহমুদ, সদর উপজেলা নবীনলীগ এর সভাপতি রোকন উদ্দিন প্রমূখ। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী নবীন লীগের সভাপতি সুজন মাহমুদ বলেন, শুরু থেকেই ইউজিবি অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে এবং সেই সাথে আছে করোনার প্রকোপ। এই অবস্থা বিবেচনা করে আমরা বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু জেলা আওয়ামী নবীন লীগ বা ইউজিবি’র একার পক্ষে জেলার প্রত্যেক বন্যা কবলিত এলাকায় ত্রাণ সাহায্য দেয়া অনেকটা অসম্ভব। তাই আমি সবাইকে আহ্বান জানাতে চাই, আপনারা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসুন জেলা আওয়ামী নবীন লীগ ও ইউজিবি-কে সহযোগিতা করুন। দেশ আমাদের তাই দায়িত্ব আমাদের।

Powered by themekiller.com