Breaking News
Home / Breaking News / বহিস্কার ৪ যুবলীগ নেতা ……………………………… চাঁদপুর পুরানবাজারের শামিম হত্যায় ২৫৯ জনের নামে মামলা

বহিস্কার ৪ যুবলীগ নেতা ……………………………… চাঁদপুর পুরানবাজারের শামিম হত্যায় ২৫৯ জনের নামে মামলা

ষ্টাফ রির্পোটারঃ
চাঁদপুর শহরের পুরানবাজারে পথচারী শামিম নিহতের ঘটনায় জহির খান কে প্রধান ও রাসেল পাটওয়ারী ২য় নং আসামী করে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামী করে চাঁদপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার ১ জুলাই রাতে শামিমের পিতা মোঃ তাজুল ইসলাম গাজী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। যার নং-৪।

উল্লেখ্য, চাঁদপুর শহরের পুরানবাজার মেরকাটিজ রোডে ২৯ জুন রাত সাড়ে ৮ টায় মাদককে আধিপত্য বিস্তার ও চাঁদা চাওয়াকে কেন্দ্র করে জহির ও রাসেল দু’গ্রুপের তুমুল সংঘর্ষে পথচারী শামিম গাজী (১৮) নামে এক যুবক নিহত হয়ছে। সংঘর্ষ চলাকালীন সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১০ রাউন্ড সর্টগানের গুলি ছুড়ে। এসময় প্রতিপক্ষের ইটের আঘাতে নিহত শামিমের মাথায় ও ঘাড়ে আঘাত লাগে এবং রক্তক্ষরন হয়। পার্শ্ববর্তী একটি বাড়িতে প্রাথমিক চিকিৎসা শেষে শামিম অতিরিক্ত বমি করলে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখলে শামিমকে ঢাকা মেডিকেলে প্রেরন করে। গত মঙ্গলবার সকাল সাড়ে ৭টা সে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মৃত্যুবরন করেন। মৃত্যুর সংবাদ চাঁদপুরে পৌছলে এলাকায় থমেথমে বিরাজ করে। ঐদিনই সন্দেহজনক ছয়জনকে পুলিশ আটক করে। নিহত শামীমের লাশ দাফনের পর পরই বাবা তাজু সর্দার মামলার প্রস্তুতি নেয়। তবে অধিকাংশ আষামী পলাতক বলে পুলিশ সুত্রে জানা যায়। এদিকে কেন্দ্রিয় আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মোঃ মাইনুল ইসলাম নিখিল, দলে বিশৃংখলা সৃষ্টি, মাদক আদিপত্য এবং পথচারী নিহত হওয়ার কারনে পুরানবাজার ১নং ওয়ার্ডের একজন যুবলীগ নেতা ও ২ নং ওয়ার্ডের ৩ জন যুবলীগ নেতা মোট ৪ জনকে দল থেকে বহিস্কার করার চিঠি প্রেরন করেছে।

Powered by themekiller.com