Breaking News
Home / Breaking News / প্রাবাসী আবু তালেবের ফেইসবুকের পোষ্ট নিয়ে কিছু কথা “”””””””””সাংবাদিক মফিজুল ইসলাম বাবুল

প্রাবাসী আবু তালেবের ফেইসবুকের পোষ্ট নিয়ে কিছু কথা “”””””””””সাংবাদিক মফিজুল ইসলাম বাবুল

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নূরপুর গ্রামের আলী আজ্জমের ছেলে প্রাবাসী আবু তালেব সম্প্রতি তার নিজেস্ব ফেইসবুক থেকে কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিয় ব্যক্তিত্ব জনাব আবুল হোসেন কে নিয়ে একটি অশোভনীয় কথা লিখে পোষ্ট করে। ফেইসবুকের এই পোষ্টকে কেন্দ্র করে জনাব আবুল হোসেনের ছাত্রসহ শুভানুধ্যায়ী ব্যক্তিরা চরম ক্ষুব্ধ হয় এবং তাদের ফেইসবুকে পোষ্ট দিয়ে তীব্র ঘৃনা ও প্রতিবাদের ঝড় তোলে। এ প্রতিবাদের ঝড়ের মুখে আবু তালেব মঙ্গলবার (১৬জুন) নিজের ভুল বুঝতে পেরে পোষ্টটি ডিলিট করে দেয়। এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

কিন্তু দুঃখের বিষয় হলো প্রতিবাদকারীদের মধ্যে নূরপুর গ্রামের অধিবাসী বর্তমানে ফ্রান্স প্রাবাসী মোঃ জামাল হোসেন প্রধানীয়াকে আবু তালেব ফেইসবুকে লাইভ দিয়ে তাকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছে। জামাল হোসেন প্রধানীয়া আমাদের একজন সহকর্মী ছিলো। তিনি ফ্রান্সে যাওয়ার পূর্বে কুমিল্লা জেলার বরুড়া কন্ঠ পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করতো। এই সুবাদে আমাদের সাংবাদিকদের সাথে জামাল হোসেনের সু-সম্পর্ক রয়েছে। জামাল অত্যান্ত ভদ্র এবং পরোপকারী। এছাড়াও তার সবচেয়ে বড় পরিচয় হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত আদর্শের অনুসারী কচুয়া উপজেলার এক সসময়ের আওয়ামী লীগের শীর্ষ নেতা মরহুম হাবিবুর রহমান প্রধানিয়ার শিক্ষিত সু-যোগ্য পুত্র। পিতার আদর্শকে ধরে রাখতে জামাল হোসেন কচুয়া উপজেলাসহ ব্যাপক পরিচিত ঐতিহ্যবাহী নূরপুর সমাজ কল্যাণ ফাইন্ডেশন প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা পালন করেছে। এই ফাউন্ডেশনের উদ্যােগে দুই বছর পূর্বে নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় মাঠে একটি বিশাল মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন, দেশের সুনামধন্য পুলিশ সুপার জনাবা শামছুন্নাহার। তিনি এই বিশাল সু-শৃংখল সমাবেশ দেখে মুগ্ধ হন। এই সমাবেশের আয়োজনে কচুয়া উপজেলার আইন শৃংখলা বাহীনিসহ জামাল হোসেন এবং ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দরাও বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। জামাল হোসেনের এতো ঐতিহ্য বংশ মর্যাদা থাকা সত্যেও এবং যিনি মানুষের কল্যাণে কাজ করতেছে, তাকে নিয়ে আবু তালেব ফেইসবুকে মানহানীকর ভাষায় কথা বলে লাইভ করা কি ঠিক হয়েছে? কে এই আবু তালেব, আমি সেই দিকে যাবোনা, এলাকাবাসী সবাই জানে। মানুষ কখোনো ইবলিশ শয়তানের ফান্দে পড়ে জঘন্য অপরাধ করে থাকে, আবার নিজ থেকে শুধরেও নেয়। আবু তালেবের সকল কর্মকান্ডের ডায়রী আমাদের সাংবাদিকদের কাছে রয়েছে। প্রতিবাদের পক্ষ নেয়ায় জামাল হোসেনকে নিয়ে আবু তালেব যে,সকল অশোভনীয় কথা বার্তা বলেছে তা নিয়ে কচুয়ায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এই ক্ষোভ থেকে পরিত্রান পেতে হলে আবু তালেবকে জরুরী ভিত্তিতে জামাল হোসেন প্রধানিয়ার নিকট ক্ষমা চেয়ে সকল পোষ্ট লাইভ প্রত্যাহার করে নিতে হবে। তা না হলে সকলেই জানে আইন তার নিজেস্ব গতিতে চলে।

Powered by themekiller.com