Breaking News
Home / Breaking News / কচুয়ায় নাওপুরা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

কচুয়ায় নাওপুরা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

কচুয়া অফিস প্রধান/মফিজুল ইসলাম বাবুলঃ
করোনা ভাইরাস শুরুর পর থেকে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এবং অনেকেই ব্যক্তিগত ভাবে অসহায়দের পাশে এসে যেসব সহযোগিতা করেছে বা করে যাচ্ছে তাতে এখন পর্যন্ত কোথায়ও কেউ দুর্ভিক্ষের শিকার হওয়ার খবর পাওয়া যায়নি। তবে যতই দিন যাচ্ছে ততই সামাজিক সংগঠন এবং ব্যক্তিবর্গদের সহযোগীতার হার কমে আসছে বলে অনেকেই মন্তব্য করেছেন এবং মানুষের দুর্ভিক্ষ অতি স্ব-নিকট আসছে বলেও মন্তব্য করেন। এ মহামারি দুর্যোগ মহুর্তে উধার মন নিয়ে এগিয়ে আসলেন একটি সামাজিক সংগঠন
“পাশে আছি, পাশে থাকবো” মানবিক ও সামাজিক কল্যানে আমরা অঙ্গীকারবদ্ধ। এ স্লোগানে চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের নাওপুরা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে করোনা প্রাদুর্ভাবে অসহায় ও কর্মহীন মানুষদের জন্য ক্ষুদ্র উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। রবিবার (১৭মে) দুপুরে নাওপুরা পালবাড়ি থেকে অটোরিক্সাযোগে ১’শ ৭৫টি অসহায় পরিবারদের বাড়িতে বাড়িতে গিয়ে এ খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়। ফাউন্ডেশনের স্বেচ্ছা-সেবক আবুল বাসার শিমুল ও আবু সালেহ শামীম জানান, নাওপুরা গ্রামের প্রবাসী ও বিশিষ্ট ব্যাক্তি-বর্গদের আর্থিক সহযোগিতায় ১’শ ৭৫জন পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে এবং আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় অন্যান্য স্বেচ্ছা-সেবকদের মধ্যে উপস্থিত ছিলেন- গিয়াসউদ্দিন, ফারুক হোসেন এবং এনায়েত হোসেন সহ আরো অনেকে।

Powered by themekiller.com