Breaking News
Home / Breaking News / করোনা টেস্টে ৭১ জনের স্যাম্পল সংগ্রহ রিপোর্ট অপেক্ষায় ১৫৮

করোনা টেস্টে ৭১ জনের স্যাম্পল সংগ্রহ রিপোর্ট অপেক্ষায় ১৫৮

ষ্টাফ রির্পোটারঃ
সোমবার চাঁদপুর জেলায় করোনা ভাইরাস টেস্টের কোনো রিপোর্ট আসেনি। বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা রোববার পর্যন্ত ৪৮ জন ছিলো । গতকাল নতুন করে ৭১ জনের নুমনা পাঠানো হয়েছে ।
এ সংখ্যাসহ জেলায় মোট ৮৫৪ জনের স্যাম্পল সংগ্রহ করা হয়। এর মধ্যে রিপোর্ট এসেছে ৬৯৬ জনের। আর রিপোর্ট আসার অপেক্ষায় আছে ১৫৮ জনের। আজ টেস্টের রিপোর্ট আসার সম্ভাবনা আছে। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৪৮জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৬, ফরিদগঞ্জে ৭, হাজীগঞ্জে ৪, মতলব উত্তরে ৫, কচুয়ায় ২, হাইমচরে ২ ও শাহরাস্তিতে ২জন। উল্লেখ্য, মতলব দক্ষিণ উপজেলায় এখনো করোনায় আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। এদিকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার তৃতীয় নমুনা টেস্টের রিপোর্টও করেনা নেগেটিভ আসায় রোববার তাকে সুস্থ ঘোষণা করা হয়।
এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৪জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৬জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৩৬৪৪জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৪৩৮জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২০৬জন।

Powered by themekiller.com