Breaking News
Home / Breaking News / মুক্তিযোদ্ধা সন্তান ও ছাত্রলীগের বিরুদ্ধে থানায় অভিযোগ

মুক্তিযোদ্ধা সন্তান ও ছাত্রলীগের বিরুদ্ধে থানায় অভিযোগ

মতলব প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তরে সরকারি নির্দেশ আমান্য করার প্রতিবাদ করায় ছাত্রলীগ ও এক মুক্তিযোদ্ধা সন্তানকে মারধর করে উল্টো তাদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুরে করোনা পরিস্থিতির অবনতি ঘটায় গত শনিবার (৯ মে) রাত ৮টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় পর দিন রবিবার সকাল ৬ টা থেকে পূর্বের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় দোকানপাট ব্যতিত অন্যান্ন সকল দোকান বন্ধ থাকবে।রবিবার (১০মে) নির্দেশনা অমান্য করে উপজেলার লুধুয়া বাজারে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুক্কুর আলী মোল্লা দলীয় পরিচয়ের প্রভাব বিস্তার করে তার চায়ের দোকান খোলা রেখে লোক সমাগম ঘটায়।স্থানীয়রা জানায়, এসময় পূর্ব ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আবু তাহের সহ ছাত্রলীগ কর্মীরা তাকে (শুক্কুর আলী মোল্লা) সরকারি নির্দেশ মানতে অনুরোধ করেন। এসময় ওয়ার্ড আওয়ামী লীগের এই নেতা ছাত্রলীগ কর্মীদের বলেন, তার দোকান খোলা থাকবেই, কেউ দোকান বন্ধ রাখতে পারবেনা বলে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।পরবর্তীতে সন্ধা ৮ টার কিছুক্ষণ পর ওয়ার্ডআওয়ামী লীগের এই নেতা ও তার ছেলে সালাউদ্দিন সহ একটি দল ছাত্রলীগ কর্মীদের উপর বাক বিতন্ডার জেরে অতর্কিত হামলা করে।জানা যায়, ঘটনার পর দলীয় ভাবমূর্তির বিষয় বিবেচনা করে ছাত্রলীগের পূর্ব ফতেপুর ইউনিয়ন সহ-সভাপতি আবু তাহের পুরো বিষয়টিকে স্বাভাবিক রাখতে ছাত্রলীগ কর্মীদের নির্দেশ দেন।এ ব্যাপারে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আবু তাহের বলেন, আমরা মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে বিশ্ব মহামারি থেকে সকলকে নিরাপদে রাখতে সকলকে অনুরোধ করছিলাম। তবে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুরো ঘটনাটিকে ব্যাক্তি সুবিধা হাসিল করতে ব্যবহার করেছেন।তবে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুক্কুর আলী মোল্লা ঘটনার পর দিন (১১ মে) মতলব উত্তর থানায় পূর্ব ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সন্তান আবু তাহের সহ ৯ জনের বিরুদ্ধে একটিঅভিযোগ দায়ের করেন।এদের মধ্যে স্থানীয় স্বাস্থ্য কর্মী, সাংবাদিক ও রয়েছেন। এ ঘটনায় সাংবাদিকদের আসামী করে অভিযোগ দায়ের করায় স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।জনপ্রিয় গণমাধ্যম টুডে টাইমস ও ঢাকা ক্রাইম নিউজ টোয়েন্টিফোর এর সাংবাদিকদের এ ঘটনায় জড়িয়ে আসামী করা হয়েছে।সাংবাদিকরা বলেন, গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের করে সরকারের উন্নয়ন প্রচারকে বাধা গ্রস্থ করা হয়েছে। তারা বলেন, বিশ্ব মহামারির এমন ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের যুগোপযুগি সিদ্ধান্ত ও মানুষকে সচেতন করতে সাংবাদিকদের নিরন্তন চেষ্টাকে বাধাগ্রস্ত করতেই সাংবাদিকদের বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়েছে।অপরদিকে স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের পদবী ব্যবহার করে নানা অপকর্মে নিজেকে জড়িয়ে রেখেছেন এই শুক্কুর আলী মোল্লা। চায়ের দোকানটি শুধুমাত্র মুখোশ হিসেবে ব্যবহার করে মুলত মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করেন তিনি। তার সহযোগী হিসেবে স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের জিলানী, তাজুল ইসলাম পাটোয়ারী সহ একাধিক ব্যক্তি রয়েছেন।এসব ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার তথ্য গণমাধ্যম কর্মীদের কাছে রয়েছে। মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ, নারী কেলেঙ্কারী, সালিশ-দরবার বসিয়ে অর্থ আদায় সহ নানা অভিযোগ স্থানীয়দের মুখে মুখে।এসব বিষয়ে জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী বলেন, সরকারি নির্দেশ যথাযথ ভাবে পালন করা সকলেরদায়িত্ব। তবে কেউ দলীয় পরিচয়ে সরকারি নির্দেশ অমান্য করতে পারবেননা।

Powered by themekiller.com