Breaking News
Home / Breaking News / করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক পুরানবাজারের ইনচার্জ এস আই মাসুদ

করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক পুরানবাজারের ইনচার্জ এস আই মাসুদ

ষ্টাফ রির্পোটারঃ
ভয়াহব সংক্রমন রোগ করোনা ভাইরাস আগের চেয়ে আরো ভয়াবহ আকার ধারন করেছে। দিনে দিনে এ রোগের রোগি বাড়তে শুরু করেছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দেশের জনসাধারন এখনো হাসি উল্লাসে রয়েছে। কিন্তু এ মহামারি ঠেকাতে প্রশাসনিক তৎপরতা আরো বৃদ্ধি পেয়েছে। মাইকিং ও সতর্কতার জন্য পুলিশ প্রশাসন দিন রাত কঠোর পরিশ্রম করে আসছে। এ পরিশ্রমের সফলতা কতোটুকু আমরা ভোগ করবো তার প্রমান এখন পাওয়া যাবে না। পুরো চাঁদপুরকে লকডাউন করা হয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জ ও শরীয়তপুরের সাথে যোগাযোগ বন্ধ করার জন্য চাঁদপুরের জেলা প্রশাসক লকডাউনের আওতায় চাঁদপুরকে আনে। কিন্তু থেমে নেই শহরের মানুষের আনাগোনা। অবশ্য নিত্যপ্রয়োজনীয় খাবারের দোকান গুলো দুপুর ১২ টা পর্যন্ত সতর্কতার সাথে খোলা রাখার কথা থাকলেও দুপুর গড়িয়ে গেলেও তা বন্ধ হচ্ছে না। গতকাল পুরানবাজারে সদ্য যোগদানকৃত পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদ হোসেন লাঠি অভিযান পরিচালনা করেন। পুরানবাজারের বিভিন্ন দোকানপাট বন্ধ করে দেন। তিনি ও ফোর্স সার্বক্ষনিক করোনা ভাইরাস প্রতিরোধে শ্রম দিয়ে যাচ্ছেন। গতকাল দুপুরে তিনি একাই পুরানবাজারের অধিকাংশ খোলা দোকান গুলো লাঠিপেঠা করে বন্ধ করে দেন।

Powered by themekiller.com