Breaking News
Home / Breaking News / রহিমানগর কাঁচা বাজারে ক্রেতাদের ভিড়!! কোনো সচেতনতা নেই।

রহিমানগর কাঁচা বাজারে ক্রেতাদের ভিড়!! কোনো সচেতনতা নেই।

মফিজুল ইসলাম বাবুলঃ
করোনা ভাইরাস প্রতিরোধে মানুষ একত্রে সমাগম না হওয়ার জন্য সারাদেশে সরকারের জরুরী নিয়ম-নীতি নিষেধাজ্ঞা চলা অবস্থায়ও চাঁদপুরের কচুয়া উপজেলার অন্যতম রহিমানগর বাজার আজ বৃহস্পতিবার (২৬) মার্চ সাপ্তাহিক হাটের দিন হলেও তা মানছেনা। তাদেরকে সামলানোর মতোও কেউ নেই। সরকারের নির্দেশনা মোতাবেক ঔষুধ কাঁচামাল ও নিত্যপণ্যের দোকানপাট খোলা থাকলেও মানুষ সচেতনতা বজায় রেখে চলছেনা। দুপুরের পর এ প্রতিনিধি রহিমানগর কাঁচামালের বাজার পর্যবেক্ষণ করতে গেলে দেখাযায়, ক্রেতাদের উপছে পড়া ভিড়। আর এসব দোকানীরাও সচেতন না থেকে মানুষের ভিড়ে দেখে সকল তরু-তরকারীর দামও নিয়ন্ত্রন রাখছেনা। টমেটু আর আলু ছাড়া অন্যান্য তরু-তরকারী কেজি প্রতি ২০/২৫ টাকা বাড়িয়ে দিয়ে যার কাছ থেকে যা ইচ্ছা তাই নিচ্ছে। অন্যদিকে কাগোজী-লেবুতো এখন সোনার হরিন।
এদিকে সরকারের আজ (২৬ মার্চ) থেকে দেশব্যাপী ১০ দিনের জরুবী কর্মসূচির প্রথমদিনে কচুয়া উপজেলায় যাত্রীবাহী পরিবহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রণে থাকলেও বিকেলের দিকে তা কিছুটা চলাচল করতে দেখা গেছে এবং সন্ধার পর আবার নিয়ন্ত্রণ হয়ে পড়ে।

Powered by themekiller.com