Breaking News
Home / Breaking News / করোনা প্রতিরোধে বাংলাদেশকে ফ্রি মাস্ক ও ক্যাপ দিল ভারত

করোনা প্রতিরোধে বাংলাদেশকে ফ্রি মাস্ক ও ক্যাপ দিল ভারত

বেনাপোল প্রতিনিধি : করোনা ভাইরাস আক্রান্ত প্রতিরোধে ভারত সরকার বাংলাদেশ সরকারকে বিনামুল্যো মাস্ক ও হেড ক্যাপ দিল বেনাপোল চেকপোষ্ট দিয়ে।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় ১৪ টি কার্টুনে আনা ৩০ হাজার মাস্ক ও ১৫ হাজার হেডক্যাপ বেনাপোল নো-ম্যান্সল্যান্ডে ভারতীয় গাড়ি থেকে বাংলাদেশের গাড়িতে হস্তান্তর করেন।

ভারতের রফতানি কারক হেলথ লাইফ কেয়ার লিঃ এই পন্য পাঠায় বাংলাদেশে। বাংলাদেশে পন্য আমদানি করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশন। এই পন্যর খালাসকৃত সিএন্ড এফ ছিল বেনাপোল বন্দরের বারলো প্যাকেজ এন্ড সিপার্স। পন্য চালানটির ইনভয়েস নং বিজি- এই আই /৭২, তারিখঃ ২০.০৩.২০।

এসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি এবং উভয় দেশের সিএন্ডএফ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Powered by themekiller.com