Breaking News
Home / Breaking News / চাঁদপুরে সেনাবাহিনী’র সাথে জেলা প্রশাসনের সভা

চাঁদপুরে সেনাবাহিনী’র সাথে জেলা প্রশাসনের সভা

ষ্টাফ রির্পোটারঃ
করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের জন্য সিভিল প্রশাসনকে সহযোগিতা করার জন্য চাঁদপুরে আসা সেনাবাহিনীর একটি অগ্রগামী টিমের সাথে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.মাজেদুর রহমান খানের অফিস কক্ষে ২৪ মার্চ আজ মঙ্গলবার এক সভা অনুষ্ঠিত হয় ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল্লাহ আল মাহমুদ জামান এর ফেইজবুক স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত সিদ্ধান্তবলী সম্পর্কে কিছূ জানা যায় নি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার , মেজর খায়ের, সিভিল সার্জন , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সেনাবাহিনীর ৪ জন ক্যাপ্টেন।
প্রসঙ্গত, গতকাল সোমবার ২৩ মার্চ বিকালে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান , দেশব্যাপি করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও সতর্কতামূলক বিষয় হিসেবে মঙ্গলবার ২৪ মার্চ থেকে মাঠে নামবে সশস্ত্রবাহিনী। জেলা ম্যাজিস্ট্রেটকে সহায়তার জন্য তারা নিয়োজিত থাকবে।
মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, ২৬ মার্চ সরকারি ছুটি, এর সঙ্গে ২৭-২৮ তারিখ সাপ্তাহিক ছুটি রয়েছে। এর সঙ্গে ২৯ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে । ৩-৪ এপ্রিল আবার সাপ্তাহিক ছুটি রয়েছে। তবে ওষুধের দোকান, কাঁচাবাজার সব খোলা থাকবে।
ডিসেম্বরে চীনের উহান থেকে মহামারী আকারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস।
বাংলাদেশে সর্বশেষ পাওয়া তথ্য মতে ৪ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ৩৯ জন।

Powered by themekiller.com