Breaking News
Home / Breaking News / ৭০ বছর পর বুঝলাম ভারতে আর থাকা যাবে না: নাসিরুদ্দিন শাহ

৭০ বছর পর বুঝলাম ভারতে আর থাকা যাবে না: নাসিরুদ্দিন শাহ

বাংলারমুক ডেস্ক: ‘৭০ বছর পর বুঝতে পারলাম আমরা মুসলমান হিসেবে ভারতে আর থাকতে পারব না!’ সম্প্রতি এক সাক্ষাতকারে এমনই মন্তব্য করলেন নাসিরুদ্দিন শাহ। একবার নয়, কয়েকবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিনেতা। বিতর্কিত নাগরিক সংশোধনী আইন এবং জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে কথাও বলেছেন তিনি।
পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা সম্প্রতি এক সাক্ষাতকারে বলেছেন, ‘৭০ বছর পরেও আমাকে প্রমাণ দিতে হবে আমি এদেশের নাগরিক কিনা এবং একজন মুসলমান ভারতীয় হওয়ার প্রমাণপত্র আমাকে দেখাতে হবে।’ এরপর তিনি প্রশ্ন করেন, ‘এখানে আমি ৭০ বছর ধরে বসবাস করছি, সেই সঙ্গে কাজও করছি, তাহলে এবার আমি কী করব?’
নাসিরুদ্দিন বললেন, এখনও পর্যন্ত আমার পরিবার কোনও অসুবিধের সম্মুখীন হয়নি, তবে এবার হয়তো এখানে থাকতে পারব না। একজন ভারতীয় মুসলিম হিসেবে থাকা আর যাবে না।এদিকে, দু’দিন আগে এক সাক্ষাতকারে অনুপম খেরকে ‘ক্লাউন’ বলে কটাক্ষ করেন তিনি। এর পাল্টা জবাবও দিয়েছেন অনুপমও। তিনি বলেন, ‘দীর্ঘ কয়েকবছর ধরে আপনি যে পদার্থ সেবন করে আসছেন, তার জন্য তিনি ভালো মন্দের ফারাক বোঝেন না। তবে নিন্দা করে ভালো থাকলে খুশি থাকুন।’

অনুপম খেরের পাশাপাশি প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের স্বামী স্বরাজ কৌশলও তাঁকে আক্রমণ করতে ছাড়েননি। অনুপমকে বিজেপির ভক্ত বলে কটূক্তি করে বেনজির আক্রমণ করেন শাহ। যার পরিপ্রেক্ষিতে ট্যুইটারে নাসিরুদ্দিনকে কড়া ভাষায় আক্রমণ করেছেন স্বরাজ কৌশল।
শাহের উদ্দেশে তিনি লিখেছেন, ‘এই দেশে আপনি নাম, সম্মান, অর্থ পেয়েছেন। আপনি ভিন্ন ধর্মের মহিলাকে বিয়েও করেছেন। কেউ কিচ্ছু বলেনি। আপনার দাদা ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। আর কী সম্মান, সুযোগ, শ্রদ্ধা চাই আপনার?’

Powered by themekiller.com