Breaking News
Home / Breaking News / চাঁদপুরে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করে হত্যার চেষ্টা, কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক

চাঁদপুরে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করে হত্যার চেষ্টা, কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক

ষ্টাফ রির্পোটারঃ
চাঁদপুর শহ‌রের এসএস‌সি পরিক্ষার্থী পা‌র‌ভেজ পাপ্পুর (১৬) কে অপহরণ করে তুলে নিয়ে নদীর পারে হত্যার চেষ্টা চালিয়ে গুরুতর আহত করেছে।
মারধোর করার সময় স্থানীয় এলাকাবাসী ঘেরাও করে কিশোর গ্যাংয়ের ১১ জন সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
রবিবার দুপুরে শহ‌রের রেলও‌য়ে অাক্কাস অালী একা‌ডেমী পরীক্ষা কেন্দ্র ত্যাগ করার সম‌য়ে সংঘবদ্ধ কি‌শোর গ্যাংয়ের ১২/১৫ জনের এক‌টি দল হত্যার উ‌দ্দে‌শ্যে তা‌কে অ‌টো‌ রিক্সায় উ‌ঠি‌য়ে মা‌ঝি বা‌ড়ি এলাকা নদীর পাড়ে নি‌য়ে হামলা চা‌লি‌য়ে গুরুতর অাহত ক‌রে।
প‌রে স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় অাহত পরীক্ষার্থী‌কে উদ্ধার ক‌রে সদর জেনা‌রেল হাসপাতা‌লে নি‌য়ে অাসে। ঘটনাস্থাল থে‌কে স্থানীয় অাবুল দেওয়ান ৯৯৯ এ ফোন ক‌রে পু‌লিশ‌কে অবগত ক‌রলে চাঁদপুর ম‌ডেল থানার ও‌সি মোঃ না‌সিম উ‌দ্দিনের নেতৃ‌ত্বে পু‌লিশ গি‌য়ে কি‌শোর গ্যাং‌য়ের ১১জনকে অাটক ক‌রে থানায় নি‌য়ে অা‌সে।
এ বিষ‌য়ে ম‌ডেল থানার ও‌সি মোঃ না‌সিম উ‌দ্দিন জানায়,অাহত পার‌ভেজ পাপ্পু সদর উপ‌জেলার ১০নং ম‌ডেল লক্ষীপুর ইউ‌নিয়‌নের বহ‌রিয়া গ্রা‌মের ব্যাবসায়ী বেলাল হো‌সেন বাবুর ছে‌লে। সে বহরিয়া নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয় থে‌কে ব্যবসা‌য়ি শিক্ষা বিভাগে থে‌কে এ বছর এসএস‌সি পরীক্ষায় অংশ গ্রহন ক‌রে। আসার পথে তাকে অপহরণ করে নদীর পাড়ে নিয়ে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ‌ বিষ‌য়ে অাহত পাপ্পুর মা ফা‌তেমা বেগম জানায়, অামার ছে‌লে পরিক্ষা কেন্দ্র থে‌কে বা‌ড়ি ফেরার প‌থে হত্যার উ‌দ্দে‌শ্যে তা‌কে নদীর পা‌ড়ে উ‌ঠি‌য়ে নি‌য়ে যায়। প‌রে স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় পু‌লিশ উদ্ধার ক‌রে হাসপতা‌লে নি‌য়ে অা‌সে।
প্রত্যক্ষদর্শী অাবুল দেওয়ান জানায়, এক‌টি ছে‌লে‌কে অ‌নেকগু‌লো ছে‌লে‌কে মারধর করতে দে‌খে অা‌মিসহ ক‌য়েকজন এ‌গি‌য়ে যাই। অামরা যে‌তে যেতে ছে‌লে‌টি‌কে ১২ থে‌কে ১৫ জন কি‌শোর বেধর মারধর ক‌রে গুরুতর অাহত ক‌রে। অা‌মি সা‌থে ৯৯৯ এ ফোন ক‌রে পু‌লিশ‌কে জানাই।
ঘটনার পরে এই বিষয়ে চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)জাহেদ পারভেজ চৌধুরী প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ এর কার্যালয় সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

Powered by themekiller.com