Breaking News
Home / Breaking News / চাঁদপুর রামপুরে ইউ‌নিয়‌নে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর রামপুরে ইউ‌নিয়‌নে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

রামপুর প্রতিনিধিঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে রামপুর ইউনিয়ন পরিষদ চত্তরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ সহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক আল মামুন লিটু।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে প্রথমে ইউনিয়ন আওয়ামীলীগ পরে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ইউনিয়ন যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেছেন দলীয় নেতৃবৃন্দ।
এসময় ইউনিয়নের ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ শাহাদত হোসেন জাকির, আওয়ামীগ নেতা মোহাম্মদ হোসেন পাটওয়ারী, ৭নং ওয়ার্ড সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন হাজী, ৯নং ওয়ার্ড সভাপতি খোরশেদ তালুকদার, ৬নং ওয়ার্ড সভাপতি সফিকুর রহমান পাটওয়ারী, ৫নং ওয়ার্ড সভাপতি মহসীন প্রধানীয়া, সাংগঠনিক সম্পাদক মিন্টু সর্দার, ইউপি সদস্য মোঃ মমিন উদ্দিন, ফখরুল হোসেন, আবু তাহের, সাবেক ছাত্রনেতা শওকত হোসেন হিরু, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী, যুবলীগ নেতা ফখরুল হোসেন পাটওয়ারী, মারুফ মিজি, তারেক পাটওয়ারী, রাজু রায়, খোকন চন্দ্র রায়, নাজির হোসেন, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ মমিন উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ইসমাইল হোসেন হাজী, সদর উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, নাঈম জুয়েলসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর মানুষ শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

Powered by themekiller.com