Breaking News
Home / Breaking News / খালেদার জামিনে হস্তক্ষেপের প্রতিবাদে জামালপুরে বিএনপির সমাবেশ

খালেদার জামিনে হস্তক্ষেপের প্রতিবাদে জামালপুরে বিএনপির সমাবেশ

নিপুন জাকারিয়া :–

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনে সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে এর প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৮ ডিসেম্বর বেলা ১২টার দিকে শহরের শহীদ ক্যাপ্টেন সালাহ উদ্দিন সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লব, মো. সফিউর রহমান, মাওলানা কাজী মসিউর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়া ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আইনি প্রক্রিয়ায় সরকারের হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ ও সমালোচনা করেন। আসছে ১২ ডিসেম্বর জামিনের শুনানির দিনে খালেদা জিয়ার জামিন না হলে আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করা হবে বলে ঘোষণা দেন বক্তারা।

Powered by themekiller.com