Breaking News
Home / Breaking News / খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে বিএনপির সমাবেশ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে বিএনপির সমাবেশ

নিপুন জাকারিয়া, জামালপুর

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর জেলা বিএনপি। বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে স্টেশন বাজার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা লিয়াকত আলী, অ্যাডভোকেট মনজুর কাদের বাবুল খান, অ্যাডভোকেট ফজলুল হক, শহীদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, রুহুল আমিন মিলন, গোলাম রব্বানী, মাইন উদ্দিন বাবুল, শফিকুল ইসলাম খান সজিব, শাহ্ মাসুদ, আব্দুল হালিম ও ছাত্রদল নেতা মঞ্জুরুল করিম সুমন।

Powered by themekiller.com