Breaking News
Home / Breaking News / কচুয়ায় পরিবহন ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ

কচুয়ায় পরিবহন ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ

রিপোর্টঃ মফিজুল ইসলাম বাবুল, কচুয়াঃ
পরিবহন আইন ২০১৮ বাতিলের প্রতিবাদে চাঁদপুরের কচুয়া উপজেলায় পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। বুধবার (২০নভেম্বর) সকাল থেকে কচুয়া মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি খোরশেদ আলম খোকন, সহ-সভপতি মোঃ জসিম, মোঃ আবু সুফিয়ান, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম, কোষাদক্ষ্য শরীফ গাজী, উপদেষ্টা মোস্তফা কামাল ও লাইনম্যান মোঃ শাহ-আলম প্রমুখ ধর্মঘট কর্মসুচি পালনে স্বাভাবিকভাবে কোন সিএনজি চলাচল করতে না পারায় যাত্রীদের এই দুর্ভোগ পোহাতে হয়েছে। শ্রমিকদের দাবী লাইসেন্স সংক্রান্ত বিষয়ে পরিবহন ২০১৮ আইনে তারা বিভিন্ন হয়রানীর শিকার হচ্ছে। অবিলম্বে এসব আইন প্রত্যাহার করার জন্য তারা আহবান জানান। এছাড়াও কচুয়া থেকে ঢাকার উদ্দেশ্যে সুরমা ট্রান্সপোর্টের কোনো গাড়ী স্বাভাবিক ভাবে চলাচল করতে না পারায় যাত্রীরা দুর্ভোগের শিকার হয়। তবে বিকেলের দিকে দু’একটি বাস ও কিছু কিছু সিএনজি চলাচল করতে দেখা গেছে।

Powered by themekiller.com