Breaking News
Home / Breaking News / ফরিদগঞ্জে ইবতেদায়ীতে এক কেন্দ্রে নকল উৎসব

ফরিদগঞ্জে ইবতেদায়ীতে এক কেন্দ্রে নকল উৎসব

ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জের চলমান ইবতেদায়ী পরীক্ষার সময় একটি কেন্দ্রে নকলের উৎসব চললেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্র সচিব এবং হলসুপারকে নিষ্ক্রিয় ভুমিকায় দেখা গেছে। বুধবার উপজেলার বদরপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে আরবী পরীক্ষা কেন্দ্রে এই চিত্র দেখা গেছে। মাদ্রাসা কেন্দ্রে নকল চলছে এমন সংবাদে বেলা সাড়ে ১১টা দিকে কেন্দ্রে গেলে প্রতিটি হলেই দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ছাত্রদের প্রশ্নপত্রে উত্তর লিখে দিতে দেখা গেছে। বিষয়টি দেখাতে কেন্দ্র সচিব ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মতিউর রহমানসহ কক্ষ পরিদর্শনে গিয়েও ছাত্রদের হাতে নকল দেখতে পায়। একই সাথে ছাত্রদের প্রশ্নপত্রে লিখে দেয়ার ঘটনা ধরা পড়ে।
এব্যাপারে পরীক্ষা কেন্দ্রের হল সুপার মাও. ইকরাম হোসেন জানান, তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন।
কেন্দ্র সচিব ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মতিউর রহমান জানান, কোন শিক্ষক নকলের সাথে অভিযুক্ত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমাদের কাছে ডকুমেন্ট দেন।
ঘটনার ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আলী আফরোজ জানান, তিনি ব্যবস্থা গ্রহণ করছেন।

Powered by themekiller.com