Breaking News
Home / Breaking News / জামালপুরে এল্যাইন্স ওভারসীজ ও জাপানীজ ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন

জামালপুরে এল্যাইন্স ওভারসীজ ও জাপানীজ ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন

নিপুন জাকারিয়া, জামালপুর প্রতিনিধি ॥

বাংলাদেশ থেকে বিশে^র বিভিন্ন দেশে দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে বৈধ ভাবে শ্রমিক পাঠানোর জন্য এল্যাইন্স ওভারসীজ ও জাপানীজ ভাষা শিক্ষা কেন্দ্র নামের একটি প্রতিষ্ঠান জামালপুরে উদ্বোধন করা হয়েছে।
গতকাল দুপুরে শহরের গেইটপাড় আব্দুস ছামাদ মার্কেটে এল্যাইন্স ওভারসীজের কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় শাহ মো. আমজাদ হোসেন আল কাদরী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মেসার্সএল্যাইন্স ওভারসীজ এর ব্যবস্থাপনা পরিচালক মো. জুলফিকার আলী কামরুল,জনশক্তি জরিপ কর্মকর্তা মো. আমজাদ হোসেন,পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু, ব্যবস্থাপক শফিকুল ইসলাম বিপ্লব,ভাষা শিক্ষক মি.হিমেল, মি. শাহরিয়ার, অ্যাডভোকেট শামসুল হক প্রমুখ।

এসময় বক্তারা দেশের অতিরিক্ত জনসংখ্যা কে জন শক্তিতে রুপান্তরিত করে দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে পাঠানোর জন্য বিভিন্ন জেলায় এল্যাইন্স ওভারসীজ এর মত বিভিন্ন এজেন্সী সরকার অনুমোদন দিয়ে তাদের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বলে জানান।

Powered by themekiller.com